গোপাল চট্টোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: বীরভূমের (Birbhum) সিউড়ি (Suri) ও শান্তিনিকেতনে (Shantiniketan) আম আদমি পার্টির (Aam Aadmi Party) নামে পড়ল পোস্টার। দলের তরফে জানানো হয়েছে, শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে পুরভোটে লড়বে তারা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


বিজেপি (BJP) বিরোধিতায় জাতীয় রাজনীতিতে তৃণমূলের (TMC) পাশেই আছে আম আদমি পার্টি (Aam Aadmi Party) । তবে বাংলায় তাদের সংগঠনের ভিত মজবুত করতে বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল (Arvind Kejriwal)। এবার বীরভূমের সিউড়ি ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় পড়ল এমনই সব পোস্টার। তাতে অরবিন্দ কেজরিওয়ালের ছবি দিয়ে আহ্বান জানানো হয়েছে, মিসড কল দিলেই মিলবে আম আদমি পার্টির সদস্যপদ। 


সিউড়ির বাসিন্দা চন্দন দাস বলেন, “সকালে এসে পোস্টার দেখেছি, সামনে পুরসভা ভোট আছে, সেকারণেই হয়তো এই পোস্টার দিয়েছে।’’ আম আদমি পার্টির জেলা নেতৃত্বের দাবি, সংগঠন মজবুত করে প্রয়োজনে আসন্ন পুরভোটেই লড়াইয়ে নামবে তারা। দলের বীরভূমের জেলা সভাপতি বিশ্বদীপ মৈত্র বলেন, “আমাদের লক্ষ্য একটা রাজনৈতিক দল হিসেবে সদস্য সংগ্রহ করছি, বাংলা নির্মাণ অভিযানে আমরা বিভিন্ন বিধানসভায় বিভিন্ন জায়গায় পোস্টারিং করছি, সামনে পুরসভা ভোটে পার্টি যদি নির্দেশ দেয় তাহলে আমরা সেই পুরসভা ভোটে অংশগ্রহণ করব।’’


তৃণমূল আবার এই সব পোস্টারের নেপথ্যে বিজেপির হাত দেখছে। সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, এরকম পোস্টার দিয়ে কিছু লাভ হবে না, মানুষ তৃণমূলের কর্মকাণ্ডকে মাথায় রেখেই ভোট দেবে, আসলে এরকম মিসকল দিয়ে বিজেপি একসময় সদস্যপদ সংগ্রহ শুরু করেছিল কি লাভ হয়েছে বিধানসভায় মুখ থুবরে পড়েছে বিজেপি এখন বিজেপি ভাড়াটে কাউকে দিয়ে হয়তো এসব কাজ করাচ্ছে।


এবিষয়ে পাল্টি বিজেপির বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, যেকোন দলের গণতান্ত্রিক অধিকার তারা তাদের সদস্যপদ সংগ্রহ করতেই পারে, কিন্তু তৃণমূল যে বিজেপির ভুত দেখছে এটা ঠিক নয় তাহলে তৃণমূল যে সারা ভারতে তাদের বিস্তৃতি লাভ করার চেষ্টা করছে সেটাও কি বিজেপির চক্রান্ত? আর সিপিএম এখন শুয়ে পড়েছে তাদের কথার কোন দাম নেই তারা এখন 100 বছর ঘুম থেকে উঠতে পারবে না।


বামেরা আবার একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করে দাবি করেছে, এটা বিরোধী জোট ভাঙার চেষ্টা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোম বলেন, বিরোধী ভাগ করার চেষ্টা করছে বিজেপি ,এক্ষেত্রে বিজেপি বিরোধী শক্তিগুলি যখন এক হচ্ছে তখন এরকম একটি ঘটনা ঘটে এরকম চেষ্টা করছে, যদিও এখন আঞ্চলিক দলগুলির সারা ভারত জুড়ে বিস্তার করার চেষ্টা করছে তৃণমূল যেমনটা করছে সেরকম হয়তো এরা ও তাদের বিস্তার করার চেষ্টা করছে।