কলকাতা: মুখে নাম না নিলেও, ২১-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বার বার আক্রমণ করছে বিজেপি!! এবার তাদের টার্গেট খাস মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার।

আগামী ৮ তারিখ, মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ওই দিনই ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে বিজেপির ‘গৃহ সম্পর্ক’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও চায়ে পে চর্চাতেও যোগ দেবেন নাড্ডা।

এর আগে ২০১৭ সালে কলকাতা সফরে এসে ভবানীপুরে গিয়েছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে মাত্র ৩ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে তৃণমূল।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের মধ্যে ছ’টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে জে পি নাড্ডার ভবানীপুরে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ভবানীপুরে কর্মসূচির পরের দিনই, ৯ তারিখ জেপি নাড্ডা চলে যাবেন অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে। সেখানে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনকি এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যহ্নভোজও সারবেন তিনি।

যদিও, নাড্ডার এই কর্মসূচি বিজেপির কোনও কাজে লাগবে না বলে দাবি তৃণমূলের। পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘ওরা আসুক, অভিষেকের এলাকা এবং আমার বাড়িও, কতটা জনপ্রিয়তা রয়েছে দেখে যায়, এখান থেকে যে রিপোর্টটা যায় সেটা যে কতটা ভুল, তার প্রমাণ পাবেন বাড়ি বাড়ি গিয়ে।'