সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্নান করতে নেমে নিখোঁজ যুবক (Youth Missing)। ঘটনাস্থল হুগলি (Hoogly) জেলখানা সংলগ্ন এলাকা। পুলিশ সূত্রে খবর নিখোঁজের নাম রাকেশ রজক। বয়স ২৫। হুগলী (Hoogly)-চুঁচুড়া (Chinchura) পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের চক বাজারের বাসিন্দা রাকেশ। জানা গিয়েছে, এ দিন বন্ধুদের সঙ্গে চুঁচুড়ার (Chinchura) গঙ্গায় স্নান করতে গিয়েছিল যুবক। স্নান করাকালীন গঙ্গায় তলিয়ে যায় সে।


এর পর পরিবারকে খবর দিতে যায় রাকেশের বন্ধুরা। তবে পরিবার কাউকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় পুলিশে। বিপর্যয় মোকাবিলার দলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে চুঁচুড়া থানা পুলিশ। দীর্ঘক্ষণ স্পিডবোর্ড নিয়ে খোঁজ চলে যুবকের। তবে এখনও পর্যন্ত  রাকেশের খোঁজ মেলেনি। এলাকায় খবর পৌঁছাতে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে। 


আরও পড়ুন: Rampurhat Fire: ‘উদ্ধার করতে বলছেন মানে মুখ্যমন্ত্রী জানতেন বেআইনি অস্ত্র রয়েছে’, মমতাকে কটাক্ষ অশোকের


গত ২১ মার্চ ১৩ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে বস্তাবন্দি শিশুর মৃতদেহ (Deadbody) উদ্ধার হয়। সাত বছরের শিশুকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন নিহত শিশুর পরিবার। ঘটনায় তীব্র চাঞ্চল্য দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপা সাধুখাঁ পাড়া এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। 


কিছুদিন আগে বকুলতলায় এমন একটি ঘটনা প্রকাশ্যে আসে। খালপাড় থেকে উদ্ধার হয় নাবালকের রক্তাক্ত দেহ (Minor Dead body)। ঘটনাটি ঘটেছিল বকুলতলায় (Bakultala)। স্থানীয় সূত্রে খবর রাত থেকেই নিখোঁজ ছিল মীর হোসেন মোল্লা নামে বছর ১৩-র ওই নাবালক।


এর পর দিন সকালে তার বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ (Bokultala Police station)।  প্রাথমিক তদন্তে জানা যায়, বকুলতলা থানার ৪নং মনিরতটের বাসিন্দা ছিল মীর হোসেন মোল্লা। খুন নাকি অন্য কারণ, কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু কর বকুলতলা থানার পুলিশ।