করোনা আবহে স্কুল খোলা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘শুধু খুললেই হবে না, স্কুল চালাতে হবে। ‘পড়ুয়াদের ভাগ করে স্কুলে আনা যায় কিনা, তা নিয়ে আলোচনা করা হচ্ছে’।
কালীপুজোর পরেই স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর খবর। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
করোনাভাইরাসজনিত লকডাউনের পর দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।