আল-কায়দা যোগে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আরও এক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2020 05:21 PM (IST)
আল-কায়দা যোগে মুর্শিদাবাদে ফের গ্রেফতার আরও একজন। রানিনগর থেকে এনআইএ-র হাতে গ্রেফতার ওই ব্যক্তি। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে এনআইএ সূত্রে খবর।
কলকাতা: আল-কায়দা যোগে মুর্শিদাবাদে ফের গ্রেফতার আরও একজন। রানিনগর থেকে এনআইএ-র হাতে গ্রেফতার ওই ব্যক্তি। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। এনিয়ে রাজ্য থেকে আল-কায়দা যোগে গ্রেফতার ৯। ধৃত জঙ্গিদের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার। জঙ্গি হিসেবে নিয়োগেও ভূমিকা ছিল ধৃতের, খবর এনআইএ সূত্রের।‘শিক্ষক পরিচয়ে আল-কায়দায় জঙ্গি হিসেবে নিয়োগ করত ধৃত’, খবর এনআইএ সূত্রে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাচ্ছে এনআইএ। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে এনআইএ কেরলের এর্নাকুলাম ও মুর্শিদাবাদে বিভিন্ন স্থানে এক যোগে হানা পাক মদতপুষ্ঠ আল কায়দা জঙ্গি মডিউলের নয় সদস্যকে গ্রেফতার করেছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছিল, এই আন্তঃরাজ্য আল কায়দা মডিউলের অপারেটিভরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সন্ত্রাসবাদী হামলা ও সাধারণ মানুষকে মেরে সবার মনে আতঙ্ক তৈরির লক্ষ্যে কাজ করছিল। সেপ্টেম্বরে ছয় জনকে মুর্শিদাবাদ থেকে ও তিনজনকে এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছিল।