কলকাতা: বাঁকুড়া ও নদিয়ায় বীরসা মুণ্ডার মূর্তি নিয়ে রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় বিতর্কিত মূর্তিটিকে ফের বীরসা মুণ্ডার বলেই দাবি করেছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নদিয়ার ধানতলায় বীরসা মুণ্ডার মূর্তি উদ্বোধন ঘিরে তরজায় জড়িয়েছে দুই দল।
জন্ম-জয়ন্তীতেও রাজনীতির আবর্তে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডা! ফের মূর্তি বিতর্কে সরগরম বাঁকুড়া। মূর্তি কার? বীরসা মুণ্ডা না কোনও আদিবাসী শিকারির? গত ৬ নভেম্বর বাঁকুড়ায় কার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
বিতর্কের শুরু থেকেই বিজেপির দাবি, মূর্তিটি বীরসা মুণ্ডারই। কিন্তু, আদিবাসী সমাজের একাংশ দাবি করে মূর্তিটি আসলে আদিবাসী শিকারির। তাৎপর্যপূর্ণ রবিবার বীরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে পুয়াবাগানে আদিবাসী সমাজের প্রতিনিধিদের দিয়ে মূর্তিতে মাল্যদান করায় বিজেপি। বাঁকুড়ার আদিবাসী সমাজের প্রতিনিধি সন্তোষ মাণ্ডি বলেছেন, ‘মূর্তিটি বিরসা মুণ্ডার।’
মূর্তি-বিতর্কে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের তরজা। বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা বলেছেন, ‘বিরসা মুণ্ডার জন্মদিনে বিজেপি আবারও তাঁকে অপমান ও পদদলিত করল। পুয়াবাগান মোড়ের শিকারীর মূর্তিকে বিরসা মুণ্ডা বলে প্রতিষ্ঠিত করতে বিজেপি সাংসদ ফের ওই মূর্তিতে মালা দিলেন।’
অন্যদিকে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলছেন, ‘যাঁরা এই মুর্তি বিরসা মুণ্ডার নয় বলে দাবি করছেন, তাঁরা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন।’
এদিনই নদিয়ার ধানতলায় কামালপুর পঞ্চায়েতের হলদিপাড়া গ্রামে বীরসা মুণ্ডার মূর্তি উদ্বোধন করেন রানাঘাট উত্তর-পূর্বের তৃণমূল বিধায়ক সমীর পোদ্দার। তা নিয়েও তৃণমূল আর বিজেপির মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে। এদিন স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে ট্যুইট করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও।
বাঁকুড়ার পর নদিয়া, বীরসা মু্ণ্ডার মূর্তি ঘিরে ফের রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2020 07:33 AM (IST)
বাঁকুড়া ও নদিয়ায় বীরসা মুণ্ডার মূর্তি নিয়ে রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় বিতর্কিত মূর্তিটিকে ফের বীরসা মুণ্ডার বলেই দাবি করেছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। নদিয়ার ধানতলায় বীরসা মুণ্ডার মূর্তি উদ্বোধন ঘিরে তরজায় জড়িয়েছে দুই দল।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -