করুণাময় সিংহ, মালদা: করোনা এবং ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করতে মালদা (malda) শহরের পৌর স্বাস্থ্য কর্মীদের নিয়ে মিছিল করল ইংরেজবাজার (englishbazar) পৌরসভা। মিছিলে পৌর কর্মীরা অংশ নিয়ে কীটনাশক স্প্রে করেন। শনিবার সকাল ৯ টা নাগাদ মালদা (malda) শহরের বাসুলিতলা এলাকা থেকে ৫,৬ এবং ৭ নং ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন করা হয়। সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক সুমালা আগরওয়াল, ৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুমিতা ব্যানার্জি সহ অন্যান্য পৌর আধিকারিকরা। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় ইংরেজবাজার পৌরসভা প্রাঙ্গণে। পুরো প্রশাসক আগারওয়াল বলেন, করোনা এবং ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের নিয়ে শহরের মিছিলের আয়োজন করা হয়। সাধারণ মানুষ যাতে সরকারি বিধি নিষেধ মেনে চলেন সেই বার্তা দিতে এই সচেতনতা মিছিলের আয়োজন করা হয়।


এদিকে, ওমিক্রন (Omicron) আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে (Beleghata) ভর্তি আরও ১। বেলেঘাটা আইডিতে ভর্তি বারাসতের বাসিন্দা। গতকালই বাংলাদেশ (bangladesh) থেকে ফেরেন ওই ব্যক্তি। গতকাল গভীর রাতে রিপোর্ট পজিটিভ আসায় স্বাস্থ্য দফতর যোগাযোগ করেন। তারপরই ওই ব্যক্তিকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। বেলেঘাটা আইডির বিশেষ ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। ইংল্যান্ড থেকে ফেরা এক ব্যক্তিও ওমিক্রন আক্রান্ত সন্দেহে ভর্তি আছেন। 


 


 দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। দিল্লিতে মিলল দ্বিতীয় ওমিক্রন (Omicron) আক্রান্তের সন্ধান। সংবাদ সংস্থা, এএনআই সূত্রে খবর, ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ (Vaccinated) হয়েছিল। সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছেন তিনি। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তি এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে গোটা দেশে (India) ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩। 


 


গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ওই ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে। রাঁচির বাসিন্দা ওই ব্যক্তি তানজানিয়া থেকে দোহা হয়ে দিল্লি পৌঁছন তিনি। এদিকে মহারাষ্ট্রে (Maharastra) দেড় বছরের শিশু-সহ নতুন করে আক্রান্ত ৭ জন। এ নিয়ে ১৭ জনের শরীরে মিলল করোনার (Corona) বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে আজ ও কাল মুম্বইয়ে (Mumbai) বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।