কলকাতা: মোবাইলের বডি গুলো পাঁচ টাকা দাম 


পায়ে তোড়া হাতের বালা থাকে যদি 

সিটি গোল্ডের চেন, দিয়ে যাবেন

তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন।

 

বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম,

আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম,

আমার কাছে পাবে শুধু কাঁচা.. বাদাম।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মুহূর্তে রীতিমতো ভাইরাল বীরভূম (birbhum) দুরাজপুরের ভুবন বাদ্যকরের এই গান। তাঁর কাঁচা বাদাম গান এখন বিশাল জনপ্রিয়। এবার কলকাতার পুরপ্রচারে (kmc election 2021) কাঁচা বাদাম। সোশ্য়াল সাইটে জনপ্রিয় কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন অমল চক্রবর্তী। আর সেই সঙ্গে দু'কলি গান। রাস্তায় তৃণমূল প্রার্থীর সঙ্গে হাঁটতে হাঁটতে বাদামও বেচলেন। একইসঙ্গে সবার আবদারও রাখলেন। গেয়ে নিলেন গানটিও। 


তাঁর বিজ্ঞাপনী সুর সবার থেকে আলাদা করেছে তাঁকে। তিনি দুবরাজপুরের (Durbrajpur) কাঁচাবাদাম (Peanut) বিক্রেতা ভুবন বাদ্যকর। সম্প্রতি ব্যবসায়ীর বাড়িতে যান দুবরাজপুরের বিজেপি বিধায়ক (BJP MLA)। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


 


ভাজা বাদাম নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে তিনি বিক্রি করেন কাঁচা বাদাম। এমনটা তো অনেকেই করেন। কিন্তু তাঁর বিজ্ঞাপনী সুর সবার থেকে আলাদা করে দিয়েছে তাঁকে। সোশাল মিডিয়ায় (Social Media) সাড়া ফেলেছে তাঁর নিজস্ব জিঙ্গল (Jingle)। 


গলায় সুরটা ছিলই। কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে যে কথাগুলো রোজ বলেন, সেই কথার শরীরে সুর বসিদে দিতেই বাজিমাত। ভাইরাল, দুবরাজপুরের ভুবন বাদ্যকর। শুধু টাকা নয়, ইমিটেশন গয়না, ভাঙা মোবাইল এমনকী, হাঁসের পালক, মাথার চুল - সব কিছু দিয়েই কেনা যাবে কাঁচা বাদাম।  বীরভূমের লক্ষ্মীনারায়ণপুরের কেড়ালজুড়ি গ্রামের সাধারণ ব্যবসায়ী ভুবনের গান ছড়িয়ে পড়েছে ভুবনজুড়ে। হচ্ছে লক্ষ্মীলাভও। দুবরাজপুর বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর বলেন, “বাদাম বিক্রি করেই সংসার, গান বেঁধেই এখন ভালো বিক্রি হচ্ছে, মানুষ আসছে, ভালো লাগছে।’’


আরও পড়ুন: দূষণ-রোধে বন্ধ হরিয়ানার সিরিঞ্জ উৎপাদনকারী কারখানা, দেশজুড়ে ধাক্কা খেতে পারে করোনা টিকাকরণ কর্মসূচি