করোনার মারণ কামড়ে বিপর্যস্ত গোটা ভারত। প্রতিদিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এই কঠিন পরিস্থিতিতে এবার মানুষের পাশে এসে দাঁড়ালেন অভিনেতা সোহম চক্রবর্তী।


সোহম চক্রবর্তীর অনুপ্রেরণায়, টিম সোহম ও হাসি খুশি ক্লাব এই কঠিন পরিস্থিতিতে করোনা রোগীদের পাশে সব রকম ভাবে থাকার চেষ্টা করে চলেছে। আক্রান্তদের তাঁদের অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছে হাসি খুশি ক্লাব ও টিম সোহম। কারও কোভিড হয়েছে জানালে বাড়ি বাড়ি গিয়ে স্যানিটাইজও করে দেওয়া হচ্ছে।


করোনাকালে কারও বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে, খেতে পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, এই অবস্থায়ও তাঁদের গিয়ে খাবার, ওষুধ প্রভৃতির ব্যবস্থা করে দিচ্ছে টিম সোহম ও হাসি খুশি ক্লাব ।


বরানগর পুরো অঞ্চল থেকে শুরু করে দমদম, শ্যামবাজার, কাশিপুর, বেলগাছিয়া, সোদপুর, ব্যারাকপুর, এবং দক্ষিণের কিছু পরিষেবা দেওয়ার চেষ্টা করে চলেছে টিম সোহম ও হাসি খুশি ক্লাব।


হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে বেড ও অক্সিজেনের ব্যবস্থা করে হচ্ছে। শুধু তাই নয়, কোভিড রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, সব কিছুই তারা করে চলেছেন।


করোনা পরিস্থিতিতে শুধু সোহম চক্রবর্তীই নয়, অনেক সেলিব্রিটিই নিজেদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। পাশাপাশি অনেককে রক্ত দিতেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে মানুষের এই কঠিন সময়ে সরকারের সঙ্গে সঙ্গে যে সাধারণ মানুষ ও সেলিব্রিটিরাও এগিয়ে আসছেন একথা বলাই যায়।


প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে রক্তদান করতে দেখা গেছিল। অন্যদিকে নিজের রেস্তোরাঁর খাবার করোনা আক্রান্তদের বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা দেব। পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তীও হেল্প লাইন নম্বর চালু করেছেন এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিধানসভা ভোটে দাঁড়িয়ে যে সমস্ত সেলিব্রিটিরা নিজেদের কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তাঁরাও নিজ নিজ এলাকায় কোভিড মোকাবিলার জন্য সবরকম প্রচেষ্টা করে চলেছেন।