দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সভা ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির (BJP)। লাইট হাউস মাঠ থেকে চেয়ার সরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তাঁরা। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, আগামিকাল সভা ভেস্তে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।কাল দুপুর ১টায় অভিষেকের কেন্দ্রে শুভেন্দুর (Suvendu Adhikari) জনসভা। এদিকে ১ ঘণ্টা পরে দুপুর ২টোয় শুভেন্দুর গড় কাঁথিতে অভিষেকের (Abhishek Banerjee) সভা। শনিবার অভিষেক-শুভেন্দুর সভা-পাল্টা সভার আগে ফের সংঘাত প্রকাশ্যে। যদিও এ ব্যাপারে এখনও পুলিশ-প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) দুই হেভিওয়েট নেতা আগামিকাল প্রতিপক্ষের গড়ে সভা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কাঁথিতে অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জের অদূরে। এবার ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা হবে। তবে আদালত নির্দেশ দিয়েছে, শব্দবিধি মেনে সভা করতে হবে, সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না। পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনুমতি দিয়েছে বলে আদালতে জানান মামলাকারীর আইনজীবী। এর আগে সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয় জেলা বিজেপি নেতৃত্ব।  

পঞ্চায়েত ভোটের আগে যেন ডার্বির মহড়া! আগামিকাল একে অপরের দুর্গে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। কাঁথিতে সভা করবেন অভিষেক। অন্যদিকে, ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর সভা। শনিবারের জোড়া কর্মসূচি ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ।

পঞ্চায়েতের আগে শনিবাসরীয় মেগা ডুয়েল!এক ঘণ্টার অন্তরে সভা দু’ই শিবিরের দুই হেভিওয়েটের!আর তা ঘিরেই এখন সাজো সাজো রব টান টান উত্তেজনা! একদিকে, কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে অভিষেকের নির্বাচনী ক্ষেত্র, ডায়মন্ডহারবারে পঞ্চায়েত ভোটের দামামা বাজাবেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর পাড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আর শুক্রবার অভিষেকের নির্বাচনী এলাকায় সভা করার জন্য হাইকোর্টের ছাড়পত্র পেল বিজেপি। দু’টি সভার ক্ষেত্রেই ছাড়পত্র দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। শুভেন্দুর সভায় দুপুর ১টায়। অভিষেকের দুপুর ২টোয়।

তৃণমূল কংগ্রেসের  রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, বিপুল জনসমাগম হবে৷ রেকর্ড ভিড় হবে। আমরা সংগঠকরা ভাবছি, এত লোকের আবদার মেটানো হবে কি করে? কাল নির্ধারিত সভাই হবে অপব্যাখ্যা হচ্ছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দোপাধ্যায়ের কেন্দ্র৷ কাঁথি তৃণমূলের প্রতীকে জেতা কেন্দ্র৷ ওটা আবার গড় কোথায়? নিজের ওয়ার্ডে পুরসভায় হেরে যায়৷ মানসিক রোগ, অভিষেক ফোবিয়ায় ভুগছে

সাম্প্রতিককালে বারবার অভিষেক-শুভেন্দু বাগযুদ্ধের সাক্ষী হয়েছে বাংলা। একদা এক দলে সতীর্থ। আর এখন চরম রাজনৈতিক প্রতিপক্ষ! দু’জনেরই টার্গেট পঞ্চায়েত ভোটে একে অপরের দূর্গে ফাটল ধরানো! আর তাই এই দু’ই সভা ঘিরে চরমে উত্তেজনা।