কলকাতা : ফের দুয়ারে সরকার (Duare Sarkar)। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার হবে দুয়ারে সরকার। এই ১০ দিন ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। ২০২০-তে বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন ; সাড়া ফেলেছে 'দুয়ারে সরকার', 'লক্ষ্মীর ভাণ্ডার' চিপসের প্যাকেট, শুরু রাজনৈতিক তরজাও
তিনি জানিয়েছিলেন, চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা।
আজ মমতা আর যা বললেন,
- ৫ মে থেকে ২০ মে পর্যন্ত চলবে পাড়ায় সমাধান ক্যাম্প
- এই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সরকারি অফিসারদের ছুটি নয়
- মানুষের বোঝার সুবিধের জন্য কেন্দ্রীয় প্রকল্পের নাম আঞ্চলিক ভাষায় করা হয়েছে
- কেন্দ্রের কাছে ৯৭ হাজার কোটি টাকা পায় রাজ্য
- রাজ্যের ঘাড়ে চাপিয়ে এখন সবাই সাধু সাজছে
- ধর্ষণের অভিযোগ নিয়ে মিথ্যে ভাষণ চলছে
- কিছু ঘটলে, প্রাথমিক রিপোর্ট পেতে সময় লাগে
- ঘটনা সত্যি হলে, ব্যবস্থা নিতে বলি
- আমিও আইন পাস করেছি, কিছু কিছু জানি
- অভিযোগ ঠিক হলে অ্যাকশন হবে, কিন্তু কমপ্লেন ঠিক না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশন হবে
- টিআরপির জন্য ছোট্ট ঘটনা নিয়ে এমন কিছু করবেন না, বিরূপ প্রতিক্রিয়া হয়।
- ভাবছে মিডিয়া দেখাবে, ২ বছর জেল খাটবো, চলে আসব
- ‘আপনাকে বলতে হবে যাতে এটা না হয়, সেটা দেখতে হবে
- আপনাদের অভিযোগ পাওয়ার পরে ব্লক সভাপতিকে গ্রেফতার করতে বলেছি