WB Food & Supplies Department: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ পাইকারি বিক্রেতার জন্য শূন্যপদ ঘোষণা করছে। রাজ্যে বহু জায়গায় রয়েছে এই শূন্যপদ। এই পদগুলিতে আবেদনের জন্য রয়েছে নির্দিষ্ট তারিখ। আগ্রহী পাইকারি বিক্রেতাদের এর আগে ৫০০০টাকা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূর্ণ করতে হবে।


WBFDS Vacancies: মনে রাখবেন এই বিষয়গুলি
পাইকারি বিক্রতাদের মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে জমা দিতে হবে এই আবেদনপত্র। হাওড়া, নিউব্যারাকপুর, চন্দননগর, বালিগঞ্জ, মানিকতলা ছাড়াও আরও অনেক জায়গায় এই শূন্যপদ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত নোটিসের মধ্যে দেওয়া রয়েছে।


WB Food & Supplies Department: এই দুটি লিঙ্কে পাবেন বিশদ বিবরণ
সম্প্রতি ট্যুইট করে এই পাইকারি বিক্রেতাদের বিজ্ঞপ্তির খবর সামনে এনেছে খাদ্য ও সরবরাহ বিভাগ। ট্যুইটে কোন কোন লিঙ্কে গেলে এই  বিষয়ে আরও জানা যাবে, তা জানিয়ে দিয়েছে দফতর। আপনাদের সুবিধার্থে নিচে এই দুই লিঙ্ক দেওয়া হল।
To check, visit: https://tinyurl.com/yttsxvme 
To apply, visit: https://tinyurl.com/2hucd4yn 



তবে এই প্রথমবার নয়, অতীতে বহুবার রাজ্য়বাসীর স্বার্থে ট্যুইট করেছে খাদ্য দফতর। অনেক ক্ষেত্রে রেশন তুলতে গিয়ে আপনার সঙ্গেও হতে পারে এমনই কিছু। e-Pos রেশন মেশিনে ফুটে উঠতে পারে এই বিষয়। রেশন কার্ড হোল্ডারদের সতর্ক করতে তাই সামাজিকমাধ্যমে বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর। জেনে নিন কী সেই গুরুত্বপূর্ণ বিষয়।


Aadhaar-Ration Card Link: সম্প্রতি রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের নিয়ে ট্যুইট করেছে Food & Supplies Department, West Bengal। যেখানে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর বলেছে, অবিলম্বে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড যোগ করতে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে সেই কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে খাদ্য দফতর।


Aadhaar-Ration Card Link: কী দেখবেন মেশিনে ?
এই বিষয়ে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর। রাজ্যের তরফে বলা হয়েছে, রেশন তোলার সময় e-Pos রেশন মেশিনে লাল কালিতে নাম ফুটে উঠলেই বুঝবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো নেই। সেই ক্ষেত্রে বাড়িতেই আধার লিঙ্কড মোবাইল নম্বরের মাধ্যমে রেশন কার্ড জুড়তে পারবেন। এ ছাড়াও বাংলা সহায়তা কেন্দ্র, রেশনের দোকান ও পরিদর্শকের অফিসে গিয়ে এই কাজ করাতে পারেবন।


SBI SMS Alert: জাল নয় তো ? স্টেট ব্যাঙ্কের মেসেজ বুঝবেন এই কোডগুলি দেখে