কলকাতা: সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনখড়ের।    তিনি বলেছেন,- ‘‘রাজ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক’


-‘ সন্ত্রাসের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ’

-‘ক্ষমতার অলিন্দে হার্মাদদের অনুপ্রবেশ বন্ধ করুন’

-‘নিজের ভূমিকা পালন করতে পারছে না পুলিশ’

-‘ ইলেকট্রনিক নজরদারি বাড়ছে রাজ্যে’

-‘সর্বক্ষেত্রে চলছে এই নজরদারি’

-‘গণতন্ত্র ও পুলিশ-রাজ একসঙ্গে চলতে পারে না’

-‘রাজনৈতিক প্রতিপক্ষদের দরজায় কড়া নাড়ছে পুলিশ’

-‘ডিজির এত ঔদ্ধত্য, বিশ্বাস করতে পারছি না’ ---

-‘রাজ্য পুলিশের ডিজি এত দায়িত্বজ্ঞানহীন হতে পারেন কী করে?’

-‘মুখ্যমন্ত্রিত্বের শপথ নেওয়ার সময় কী বলেছিলেন?’

-‘মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক দায়িত্ব মনে করাতে চাই’

-‘রাজ্যপালের ভূমিকা কী হবে, বলা আছে সংবিধানে’

‘-বাণিজ্য সম্মেলন, গণ বণ্টন ব্যবস্থা নিয়ে তথ্য চেয়েও পাইনি’

-‘মানুষ যাতে তথ্য জানতে না পারে, সেজন্য উপেক্ষা করা হয়েছে’

-‘মুখ্যমন্ত্রী কোনও প্রশ্নেরই জবাব দেন না’

-‘রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ দিন মুখ্যমন্ত্রী’

-‘মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রশ্নের জবাব দেন না, কোথায় আমরা যাচ্ছি’

-‘বাংলায় যা চলছে, এটা কি নৈরাজ্য নয়?’

-‘ভারতীয় সংবিধানে কেউ সর্বশক্তিমান নয়’

-‘সংবিধানে সবপক্ষের সমতা বজায় রাখা হয়েছে’

-‘আমি কারও কোনও রাবার স্ট্যাম্প নই’

-‘ডিজিকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী’

‘সরকার পুলিশের উপর নির্ভরশীল, এটা স্পষ্ট হয়ে গেছে’
‘ডিজিকে আড়াল করার চেষ্টার মধ্যেই এটা স্পষ্ট’
‘বিরোধীদের উপর আক্রমণ, সিন্ডিকেট রাজ চলছে’
‘আমি আমার এক্তিয়ারের সীমা কখনও পার করিনি’