সুনীত হালদার, হাওড়া: সিপিএমের (CPM) পথসভা ঘিরে ধুন্ধুমার কাণ্ড হাওড়ার সাঁকরাইলে। খোদ তৃণমূল (TMC) বিধায়কের নেতৃত্বে বিরোধীদলের বিক্ষোভ কর্মসূচিতে উঠল হামলার অভিযোগ। ভাঙচুর, রক্তারক্তি, বাদ রইল না কিছুই। অশান্তির জন্য পাল্টা সিপিএমকেই দায়ী করেছে তৃণমূল। সিপিএমের পথসভা ঘিরে ধুন্ধুমার কাণ্ড হাওড়ার সাঁকরাইলে। খোদ তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিরোধীদলের বিক্ষোভ কর্মসূচিতে উঠল হামলার অভিযোগ। ভাঙচুর, রক্তারক্তি, বাদ রইল না কিছুই। অশান্তির জন্য পাল্টা সিপিএমকেই দায়ী করেছে তৃণমূল। 


পথসভায় রক্তারক্তি: রাস্তার ধারে ভেঙে খান খান হয়ে পড়ে রয়েছে প্লাস্টিকের চেয়ার। গড়াগড়ি খাচ্ছে সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ। মুখ থুবড়ে পড়ে রয়েছে স্ট্যান্ড ফ্যান। কারও নাক-মুখ ফেটে রক্ত ঝরছে। কারও আবার আঙুল ফেটে বেরিয়ে এসেছে রক্ত।  


সিপিএমের (CPM) পথসভা ঘিরে ধুন্ধুমার হাওড়ার সাঁকরাইলে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব বামফ্রন্টের বড় শরিক দল। অশান্তির জন্য পাল্টা সিপিএম-কেই দায়ী করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে পাওয়া একটি ভিডিও-তে অশান্তির ছবি ধরা পড়েছে। রাজ্যে পঞ্চায়েত সহ বিভিন্ন ক্ষেত্রে বেলাগাম দুর্নীতির অভিযোগ তুলে এবং বন্ধ থাকা ডেল্টা জুট মিল খোলার দাবিতে, রবিবার সকালে সাঁকরাইলের সারেঙ্গা পোলের কাছে একটি পথসভার আয়োজন করে সিপিএম (CPM)। 


কী বলছে তৃণমূল সিপিএম: তাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল (CPM) বিধায়কের নেতৃত্বে হামলা চালানো হয় প্রতিবাদসভায়। সাঁকরাইলের সিপিএম কর্মী শেখ আশিবুলের কথায়, ছোট পথসভা হচ্ছিল। হঠাৎ আসে তৃণমূলের ছেলেরা। মাইক, চেয়ার ভেঙে ফেলে দেয়। বিধায়ক লোকজন নিয়ে এসে মারধর করেছে। তৃণমূলের ছেলেদের নিয়ে এসে হামলা করে। পাল্টা অশান্তির জন্য সিপিএমকেই দায়ী করেছেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক। 


তৃণমূল (CPM) বিধায়ক প্রিয়া পাল বলছেন, বলছে বিধায়ক চোর, পঞ্চায়েত সদস্য চোর। ব্যক্তিগত আক্রমণ করছিল। অভিযোগ থাকলে থানায় যাক। সকাল থেকে মাইক প্রচার করে উত্তেজনা ছড়াচ্ছিল। এখন মুরগির মাংসের দোকানের রক্ত আর রং মেখে নাটক করছে। পুরসভার কয়েকটি ওয়ার্ডের উপনির্বাচন হোক কী বিক্ষোভ কর্মসূচি, শাসক-বিরোধী অশান্তি লেগেই রয়েছে।


উল্লেখ্য, নারকেলডাঙায় বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি! প্রোমোটিং-বিবাদের জেরে হামলা, মারধরের অভিযোগ। নাম জড়াল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর পাপিয়া ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দারের। ‘পরেশ পাল ডেকে পাঠানোর পর না যাওয়ায় হামলা। হামলা চালিয়েছে বিধায়ক, কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রোমোটারের লোকজন’। কয়েকশো তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে ভাঙচুর, মারধর করে বলে অভিযোগ। ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। 


আরও পড়ুন: Bolpur : বোলপুরের শঙ্কর রাইস মিলের মালিক কে ? উত্তর এড়ালেন স্থানীয়রা ; তদন্তে সিবিআই