সুনীত হালদার, হাওড়া:  হাওড়ার নিহত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচারের দাবিতে ফের পথে বাম ছাত্র-যুব সংগঠন। আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় আনিসের বাড়ি থেকে আমতা থানা পর্যন্ত মিছিল এসএফআই-ডিওয়াইএফআইয়ের। মিছিলের নেতৃত্বে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আগামীকাল ধর্মতলায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে বামেরা। তার আগে আমতায় আনিসের মৃত্যুর প্রতিবাদে এই মিছিলে সামিল হয়েছেন নিহত ছাত্রনেতার পরিবারের সদস্যরা। 


হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খানের বিরুদ্ধে এবার প্রতিবেশীদের মারধরের অভিযোগ উঠল। পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেছেন সলমনও। এর আগে বাড়িতে ঢুকে আনিসের খুড়তুতো ভাই সলমনকে মারধরের অভিযোগ ওঠে। আনিসের ভাইয়ের অভিযোগ, হাসপাতাল থেকে ফেরার পর, শুক্রবার রাতে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন গ্রামবাসী। মারধরও করা হয়। থানায় অভিযোগ দায়ের করেন সলমন। তাঁর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ দায়ের করেন এক প্রতিবেশী। যদিও আনিসের বাবার দাবি, ২০ সেপ্টেম্বর ধর্মতলায় বামেদের প্রতিবাদ সভায় যাওয়া আটকাতেই আনিসের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


মার, পাল্টা মারের অভিযোগ। ফের তেতে উঠল নিহত আনিস খানের গ্রাম। আনিসের  ভাই সলমনের অভিযোগ, শুক্রবার রাতে তাঁকে মারধর করেন প্রতিবেশীদের একাংশ। পাল্টা সলমনের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছেন কয়েকজন প্রতিবেশী। ২ জন হাসপাতালেও ভর্তি। আমতা থানায় অভিযোগ দায়ের করেছে দু’পক্ষ। 


নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খানকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ার সিদ্ধান্ত নিলেও আপত্তি জানায় সলমনের পরিবার। সিসিইউ-তে ভর্তি সলমন আদৌ সুস্থ নন, এই অবস্থায় তাঁকে কীভাবে ছাড়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন সলমনের বাবা জালেম খান। এদিন হাসপাতালে যান প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র ও কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে গুরুতর কিছু না পাওয়ায় সলমনকে আজই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। রাজনৈতিক চাপেই এই সিদ্ধান্ত, দাবি কংগ্রেসের। 


এর আগে শুক্রবার রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন আনিসের ভাই। তাঁকে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আনিসের মৃত্যুর সাক্ষ্যপ্রমাণ লোপাট করতেই তাঁর ভাইকে খুনের চেষ্টা বলে অভিযোগ তোলে পরিবার। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।