রানা দাস, পূর্ব বর্ধমান: ঘুম ভাঙতেই আতঙ্ক গ্রাস করেছে কালনাকে (Kalna)। দুয়ারে কুমির (Crocodile)! সাতসকালে দরজা খুলতে এমনই নজিরবিহীন ঘটনা ১০ নং ওয়ার্ডের পালপাড়ায়। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
ছোটখাটো নয়, বিরাটাকার সরীসৃপকে বাড়ির সামনে দেখে সকালেই হতবাক হয়েছে এলাকাবাসী। স্থানীয়রা জানিয়েছে, মধ্যরাতে যখন ঘুমের ঘোরে আচ্ছন্ন সকলে সেই সময় ওই এলাকার কুকুরকে তারস্বরে চিৎকার করতে শোনা যায়। যা স্বাভাবিক নয়। বাইরে কী ঘটছে তা অনেকে দরজা খুলে দেখতে গিয়ে সকলেরই চক্ষু চড়কগাছ হয়ে যায়।
গোটা রাত ওই এলাকাতেই ঘুরেছে কুমিরটি এমনটাই খবর। এরপর সকাল হতেই তাকে দেখা যায় বাড়ির দরজার সামনে ঘুরতে। বিরাট আকারের ওই কুমিরটিকে দেখে রাত্রেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘুম উড়ে যায় সকলেরই। কালনা থানায় খবর দেওয়া হলে ছুটে আসে পুলিশ। রাতেই খবর পেয়ে ছুটে আসে কাউন্সিলররাও।
কিন্তু কীভাবে লোকালয়ে চলে এল কুমিরটি?
জানা গেছে, ভাগীরথী নদী লাগোয়া পালপাড়ায় কুমিরটি নদী থেকে উঠে আসে বলে প্রাথমিক ধারণা। স্থানীয়দের দাবি, টানা বৃষ্টিতে গঙ্গার জল বেড়েছে অনেকটাই। তাই হয়তো নদী পেরিয়ে এলাকায় চলে এসেছে কুমিরটি। কুমিরটিকে এলাকায় বিভিন্ন বাড়ির সামনে ঘুরতেও দেখা যায়।
এলাকাবাসীরা জানান এলাকায় এই প্রথম কুমির দেখা গেছে। এদিকে এই প্রথম এলাকায় কুমিরের দেখা পেয়ে আতঙ্কের সঙ্গে সঙ্গে উৎসুক মনে উৎসাহী জনতা ভিড় করে।
কীভাবে কুমিরটিকে নিরাপদে লোকালয় থেকে বের করে নিয়ে যাওয়া হবে, তার ব্যবস্থা চলছে। যাতে কুমির কারও উপর হামলা না করে এবং মানুষও যাতে ভয় পেয়ে কুমিরটিকে মেরে ফেলার পথে না হাঁটে, সেসব দিকও খেয়াল রাখতে হচ্ছে তাঁদের। বনদফতরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা করছে।
আরও পড়ুন, ঘূর্ণাবর্ত মাটি করবে পুজোর তোড়জোড়? আগামী ৪-৫ দিনের খবর জানিয়ে দিল আবহাওয়া অফিস