কলকাতা: ২০২৪-এর মধ্যে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল (Water) পৌঁছে দেব। পুরভোটের প্রচারে প্রতিশ্রুতি তৃণমূলনেত্রী (TMC Leader) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন বাঘাযতীনে (Baghajatin) ভোটপ্রচারে তিনি বলেন, “দেশের প্রায় সব জায়গায় জলকর নেওয়া হয়। কিন্তু বাংলায় জলের উপর কর (Tax) নেওয়া হবে না।’’ “কেন্দ্র জলকর বসাতে চাপ দিয়েছিল। কিন্তু মানুষের উপর জলের জন্য কর চাপাতে পারব না।’’ বাঘাযতীনের সভা থেকে হুঙ্কার মমতার। 


এদিন মমতা বলেন, "বাংলায় কোনও উদ্বাস্তু কলোনিকে উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তু কলোনিতে আইনত পাট্টা দেওয়া হবে। কেন্দ্রের সরকারি জমিতে গড়ে ওঠা কলোনি থেকেও উচ্ছেদ করা যাবে না। যখন রেলমন্ত্রী ছিলাম, মেট্রো রেলের ২ লক্ষ কোটি টাকার প্রকল্প করেছিলাম। আমি থাকলে ১ বছরে মেট্রোর কাজ শেষ করে দিতাম. মাঝেরহাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে গড়িয়া, বাইপাস থেকে নিউটাউন। নতুন উড়ালপুল তৈরি হবে, যানজটমুক্ত হয়ে যাবে কলকাতা। নতুন করে আর পরিকাঠামো তৈরি করা যাবে না। কিছু জায়গা ফাঁকা রাখতে হবে।'' 


এদিনের সভা থেকে ফের কেন্দ্রকে তোপ দাগেন তিনি। মমতা বলেন, “আমাদের কাজ করতে এক সেকেন্ড লাগে। এবার বৃষ্টি বেশি হয়েছে, একের পর এক দুর্যোগ এসেছে। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের এক টাকাও কেন্দ্রীয় সরকার দেয়নি। কৃষকদের ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার দিয়েছে। আমি বিজেপি নই, কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারে বিজেপি। সিঙ্গুরে কৃষকদের জন্য অনশন করেছি।’’


পাশাপাশি দুর্গাপুজো নিয়ে বিরোধীদের কটাক্ষও করেন তিনি। তিনি বলেন, বাংলা বিশ্ব বাংলা, বিশ্বসেরা হয়ে গেছে। ২০১৬ থেকে চেষ্টা করছিলাম, পুজো কার্নিভাল চালু করেছি। কেউ কেউ বলত, মমতা দুর্গাপুজো করতে দেয় না। আজ তাদের মুখে চুনকালি পড়েছে। আজ বাংলার দুর্গাপুজো সারা বিশ্বে বন্দিত হয়েছে। আপনাদের একটা ভোট দিন, বাংলাকে বিশ্বসেরা করবই। বাংলাকে বিশ্বসেরা করতে যতদূর যেতে হয় যাব। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেস্কোকে অভিনন্দন। দুর্গাপুজো আজ বিশ্বের উৎসব।’’


আরও পড়ুন: KMC Election 2021: কারও সার্টিফিকেট লাগবে না, বাংলা জানে কীভাবে কাজ করতে হয়: মমতা