সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: কলেজ নির্বাচন (College Union Election), ফি (Fees) কমানো-সহ একাধিক দাবিতে এসএফআইয়ের (SFI) মিছিল ঘিরে উত্তরপাড়া (Uttarpara) প্যারীমোহন কলেজের (Parimohan College) সামনে ধুন্ধুমার। এসএফআই (SFI) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সদস্যদের হাতাহাতি। বাঁশ-লাঠি দিয়ে মারধর। সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। এসএফআইয়ের দাবি, মিছিল কলেজের সামনে পৌঁছনোর পর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। টিএমসিপি-র দাবি, কলেজের সামনে দাঁড়িয়ে থাকা তাদের সদস্যদের ওপর প্রথমে হামলা চালায় এসএফআইয়ের সদস্যরাই। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara Police Station)।


ব্যাট-বাঁশ দিয়ে মারধর। তারপর কিল, ঘুসি, লাথি, রাস্তায় ফেলে মারধর। পুলিশের সামনেই হাতাহাতি। দু’পক্ষের মাঝে ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের। সিপিএমের ছাত্র সংগঠন SFI ও তৃণমূলের ছাত্র সংগঠন TMCP’র সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, হুগলির উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের সামনে। জখম দু’পক্ষের বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে, সেখানেও উত্তেজনা ছড়ায়।


কলেজের ছাত্র সংসদ নির্বাচন, ফি কমানো-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে মিছিল করেন SFI’র কর্মী-সমর্থকরা। অভিযোগ, মিছিল কলেজের সামনে পৌঁছতেই তাঁদের উপর চড়াও হন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। বাঁশ-ব্যাট দিয়ে মারধর করা হয়।


পাল্টা, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দাবি, মিছিল থেকে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা তাদের সদস্যদের উপর হামলা চালায় SFI।  কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজের ভিতরে কোনও গন্ডগোল হয়নি। যা হয়েছে তা রাস্তায়। উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara Police Station) জানিয়েছে,  ছাত্রদের দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।


এক সপ্তাহ নিখোঁজ থাকার পর দিনকয়েক আগে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সুমন্ত বেরা (২৫)। হুগলির তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের তেঘরি এলাকায় আজ সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল‍্য ছড়ায়।


আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: কবে পড়বে জাঁকিয়ে শীত? আজ উত্তর ২৪ পরগণার আবহাওয়া কেমন?