করুণাময় সিংহ, মালদা: দুই এলাকার দুটি হাই মাদ্রাসার (High Madrasa) পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত মালদা (Malda)। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা। ধাক্কাধাক্কি এমনকী পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল ইঁট। রবিবার চাঁচলের (Chanchol) নয়াতুলি মহানন্দাপুর হাই মাদ্রাসা এবং রতুয়ার GSA হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ছিল। 



দুটি মাদ্রাসাতেই ৬টি করে আসন। এর মধ্যে তৃণমূল সবকটি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে সিপিএম ও কংগ্রেস জোটবদ্ধভাবে ৩টি করে আসনে প্রার্থী দিয়েছে।এদিন, রতুয়ার GSA হাই মাদ্রাসায়, ভোট শুরুর খানিকক্ষণের মধ্যে, কংগ্রেস অভিযোগ তোলে, বুথের ভিতর ছাপ্পা ভোট করাচ্ছে তৃণমূল। 


এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাস্থলে গেলে, পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়তে শুরু করে কংগ্রেস কর্মীরা। ভাঙা হয় চেয়ার। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে চাঁচলের নয়াতুলি মহানন্দাপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরেও দফায় দফায় উত্তেজনা ছড়ায়। কংগ্রেস অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে ভিড়ে তৃণমূল। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। 


পুলিশ তৃণমূলকর্মীদের সরাতে গেলে, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রথমে পুলিশের সঙ্গে বচসা... হাতাহাতি বেঁধে যায় তৃণমূল কর্মীদের। এরপর, কংগ্রেস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে অশান্তি। শুরু রাজনৈতিক তরজা। মালদার কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় বলেন, ''ক্ষমতার অপব্যবহার করে সর্বত্র ভোট লুঠের রাজনীতি করা হচ্ছে। রতুয়া চাঁচোল কোনওটাই ব্যতিক্রম নয়। লুঠপাটের চেষ্টা। 


সবমিলিয়ে হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গৌড়ভূমি। 


সিগনাল ভেঙে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা বাইকের । অভিযুক্ত বাইক আরোহীকে ধরে পরে বেধড়ক মারধর করলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মালদার চাচঁল বাস স্ট্যান্ড এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে।


কী হয়েছিল?
প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সিগনাল ভেঙে একটি মোটরবাইক দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল দেখে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সেটি আটকানোর চেষ্টা করেন। তখনই বিপত্তি। বাইক-আরোহী ওই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারেন বলে অভিযোগ। চোখের সামনে ঘটনাটি ঘটতে দেখে প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রকাশ্যে বাইক-আরোহীকে চড় থাপ্পর মারেন তাঁরা। এর পরই চাঁচল থানার পুলিশ এসে বাইক আরোহীকে আটক করে নিয়ে যায়। প্রসঙ্গত, দিনদশেক আগে এই চাঁচলেই বাড়ির পাশের আমবাগান থেকে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়। 'খুন'-র অভিযোগ তোলে পরিবারের। মালদার চাঁচলের গোপালপুরের ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মঞ্জির ঔরঙ্গজেব বলে জানিয়েছেন পুলিশ।