সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দেগঙ্গার বেড়াচাঁপায় নিকাশি নালা সংস্কার নিয়ে রাজনৈতিক তরজা (Deganga News)। গ্রামবাসীদের অভিযোগ, বছর চারেক আগে বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা সংস্কারের সময় নর্দমা ভেঙে ফেলা হয় (Drainage System)। তারপর থেকেই বেহাল নিকাশি। অল্প বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি বলে। বাধ্য হয়ে গ্রামবাসীরাই চাঁদা তুলে নিকাশি নালা সংস্কার করেন (North 24 Parganas News)।


চাঁদা তুলে নিকাশি নালা সংস্কার করালেন স্থানীয়রাই


অভিযোগের তির দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত দাসপাড়া। হাড়োয়া রোড সংস্কারের সময় এই এলাকায় নিকাশি নালাগুলি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। তার পর দীর্ঘ চার বছর কেটে গেলেও, তার সংস্কার হয়নি বলে দাবি গ্রামবাসীদের। 


আরও পড়ুন: Malda News: সিগনাল ভেঙে সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা বাইকের, অভিযুক্ত আরোহীকে মারধর স্থানীয়দের


বিগত কয়েক দিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে গোটা দাসপাড়া জলমগ্ন। ছড়িয়েছে ডেঙ্গি আতঙ্কও। তা নিয়ে বার বার পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। শেষ মেশ চাঁদা তুলে নিজেরাই তার সংস্কার করেন তাঁরা। আর সেই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বিজেপি-র (BJP) অভিযোগ, তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতগুলিতে কাটমানির খেলা চলছে। যদিও তৃণমূলের দাবি, কেন্দ্র ১০০ দিনের টাকা না দেওয়ায় আটকে রয়েছে নিকাশির সংস্কারের কাজ। 


বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি-র সাধারণ সম্পাদক তরুণ কান্তি ঘোষ বলেন, ‘‘তৃণমূলের পঞ্চায়েতগুলির উদাসীনতার কারণেই সাধারণ মানুষের এই অবস্থা। সরকার যেমন উদাসীন পঞ্চায়েতগুলি কাটমানিতে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে তৃণমূলের অবসান হওয়া দরকার।’’


নিকাশি নালা সংস্কার নিয়ে তৃণমূল-বিজেপি জোর তরজা


যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেড়াচাঁপা এক নম্বর পঞ্চায়েতের প্রধান শেখ নৌসাদুজ্জামান। তাঁর দাবি, হাড়োয়া রোড সংস্কারের সময় দাসপাড়া নিকাশি নালাগুলি ভেঙে ফেলা হয়। কেন্দ্র টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে তাই নিকাশি নালা সংস্কার করা সম্ভব হচ্ছে না। ডেঙ্গি ঘিরে আতঙ্ক যাতে না ছড়ায়, তার জন্য ভিআরপি এবং ভিসিটি কর্মীদের দিয়ে পরিষ্কারের কাজ করাবেন বলেও জানান তিনি।