উত্তর ২৪ পরগনা: ৬ বছর আগে দাদাকে খুন। সম্প্রতি থানায় গিয়ে স্বীকারোক্তি ভাইয়ের। বাড়ির উঠোন খুঁড়ে কঙ্কাল উদ্ধার করল পুলিশ। গ্রেফতার দুই ভাই। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার জগদ্দলে।একে একে উঠে এল হাড়গোড়!খুলি!
বাড়ির উঠোনে মাটি খুঁড়ে উদ্ধার নর কঙ্কাল!হাড় হিম করা এই ছবি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের।
৬ বছর আগে দাদাকে খুন!থানায় গিয়ে স্বীকারোক্তি ভাইয়ের!এরপরই পুলিশ গিয়ে উদ্ধার করল কঙ্কাল!
স্থানীয় সূত্রে খবর, মা মারা যাওয়ার পর অন্যত্র চলে যান বাবা। কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামনগর আদর্শপল্লির এই বাড়িতে থাকতেন তিন ভাই। ২০১৪-তে হঠাৎ নিখোঁজ হয়ে যান বড় ভাই নিপু শীল। এলাকা ছাড়েন দুই ভাই অপু ও তপু।
পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে মেজ ভাই অপু শীল থানায় গিয়ে দাদাকে খুন ও দেহ লোপাটের ঘটনা জানান। এরপরই শুক্রবার রাতে তাঁদের বাড়িতে যায় পুলিশ। উদ্ধার হয় ৬ বছর আগে মৃত ২৬ বছরের নিপু শীলের কঙ্কাল!
ভয়াবহ এই ঘটনা জানা ছিল না বলে দাবি মৃতের আত্মীয়দের।দাদার কঙ্কাল উদ্ধার হতেই দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ২০১৪-তে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তিন ভাইয়ের মধ্যে বচসা বাধে।
তখনই দাদাকে খুন করে দুই ভাই।প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ অন্যত্র না নিয়ে গিয়ে, বাড়ির উঠোনেই পুঁতে দেওয়া হয়।সম্ভবত, অনুশোচনা থেকেই ৬ বছর পর খুনের কথা স্বীকার করে দুই ভাই।
তবে ঠিক কী ঘটনা ঘটেছিল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
দাদাকে খুনের ছয় বছর পর স্বীকারোক্তি ভাইয়ের, বাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার কঙ্কাল!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Aug 2020 11:15 AM (IST)
৬ বছর আগে দাদাকে খুন। সম্প্রতি থানায় গিয়ে স্বীকারোক্তি ভাইয়ের। বাড়ির উঠোন খুঁড়ে কঙ্কাল উদ্ধার করল পুলিশ। গ্রেফতার দুই ভাই। চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার জগদ্দলে।একে একে উঠে এল হাড়গোড়!খুলি!
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -