পশ্চিম বর্ধমান: করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে, অনলাইনে পড়াশোনা চালু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
ডিজিটাল ক্লাস। অনলাইনেই পরীক্ষা। অনলাইনেই পেরেন্টস্-টিচার মিটিং।
কিন্তু, যে পড়ুয়াদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন নেই!তারা কী এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে!একেবারেই না।
স্কুলের এমন পড়ুয়াদের জন্য, বিকল্প উপায় বেছেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি স্কুল। মর্ডান হাই স্কুল।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয় প্রশ্ন। তা লিখে নিয়ে যান অভিভাবকরা। বাড়িতে বসে সেই প্রশ্নপত্র দেখে পরীক্ষা দেয় পড়ুয়ারা।
এরপর অভিভাবকরই আবার স্কুলে জমা দিয়ে যান উত্তরপত্র। স্কুল কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনায় খুশি অভিভাবকরা।