হাওড়া: হাওড়ার (Howrah) লিলুয়ায় হানা (Liluah) দিয়ে আটশো কেজির বেশি গাঁজা উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হাওড়া থেকে ৮০০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন আরও একবার সামনে চলে এল। লিলুয়া থানার অন্তর্গত বালি জগাছা বিডিও অফিসের বিপরীতে কোনা এক্সপ্রেসওয়ে মোড়ের কাছে ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা। দুটি গাড়ি আটকে চারজনকে প্রথমে আটক করা হয়।


লিলুয়ায় গাঁজা উদ্ধার: নারকোটিক্স কন্টোল ব্যুরো (Narcotics Control Bureau) সূত্রে খবর, গাড়ি থেকে ১৬৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গাড়ির সিটের তলায় লুকিয়ে তা হুগলি জেলায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পরে ৪ সন্দেহভাজনকেই গ্রেফতার করা হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ধৃত বাবু পাল হাওড়ারই বাসিন্দা। বিশ্বরাজ গিরি, প্রশান্ত পাত্র ও গোবিন্দ শ ওড়িশার বাসিন্দা। নারকোটিক্স কন্টোল ব্যুরো সূত্রে দাবি, ধৃত বাবু পালের গোডাউন থেকে আরও ৬৩৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।


রাজ্যে কি জাল বিস্তার করছে মাদকচক্র? মাদক পাচারে অন্যতম ট্রানজিট পয়েন্ট হয়ে উঠছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাংলা? দক্ষিণের হাওড়ার পাশাপাশি উত্তরবঙ্গে মালদার রথবাড়ি থেকে হেরোইন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে রাজ্য পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে দাবি, উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। মাদক কারবারের অভিযোগে জিয়াউল শেখ নামে কালিয়াচকের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে এসটিএফ। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে দাবি, কালিয়াচকেই মাদকের ব্যবসা ফেঁদেছিলেন জিয়াউল।


ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে নারকোটিক্স কন্টোল ব্যুরো (Narcotics Control Bureau)। এই প্রেক্ষাপটে এবার মাদক পাচারের রমরমা আটকাতে ক্যুরিয়ার সংস্থাগুলিকে এসওপি পাঠিয়েছে NCB। ইতিমধ্যেই ক্যুরিয়ার সংস্থাগুলির বৈঠক সেরেছে এই কেন্দ্রীয় সংস্থা। NCB'র এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার পাঠাতে আসবেন, তাঁদের সঠিক পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। যাঁকে পাঠানো হবে, তাঁকে পা্র্সেল দেওয়ার আগে নিতে হবে ওটিপি।স্কান্যারের মাধ্যমেও পার্সেলগুলিকে পরীক্ষা করতে বলা হয়েছে। মাঝেমধ্যেই অসময়ে কেউ ক্যুরিয়ার পাঠাতে এলে, তাঁর ওপর নজর রাখতে হবে। মাদক কারবারিদের উদ্দেশে কড়া বার্তাও দেওয়া হয় NCB'র তরফে।


আরও পড়ুন: Amit Shah: গরু পাচারে ধৃতই তৃণমূলের জেলার নেতা, নাম না করে অনুব্রতকে নিশানা শাহর