বীরভূম: গরু পাচার মামলায় জেলে অনুব্রত, আর সিউড়ির সভা থেকে হুঙ্কার শোনা গেল অমিত শাহর গলায়। অনুব্রত মণ্ডলের তৃণমূলে জেলা সভাপতি থাকা নিয়েই কটাক্ষ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি একমাত্র প্রধানমন্ত্রী গরুপাচার, দুর্নীতি, অনুপ্রবেশ রুখতে পারেন। এদিন তিনি বলেন, “যাঁকে জেলে ঢুকিয়েছে ভারত সরকার, তিনি এখনও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় নন, একমাত্র নরেন্দ্র মোদিই গরুপাচার, দুর্নীতি, অনুপ্রবেশ রুখতে পারেন।’’ সিউড়ির সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে হুঙ্কার অমিত শাহর।
বীরভূমের কেষ্ট, দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বীরভূমে দলের জেলা সভাপতি। অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি। আর অনুব্রত-হীন বীরভূমে এসে নাম না করে তাঁকেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর লালমাটির জেলায় ভোট মানেই একটাই নাম, অনুব্রত মণ্ডল।যার এককথায় বীরভূমে বাঘে-গরুতে কার্যত একঘাটে জল খেত, সেই অনুব্রত মণ্ডলকেই ২০২২-এর ১১ অগাস্ট, রাখিবন্ধনের দিন বোলপুরের নিচুপট্টির বাড়ি গ্রেফতার করে CBI। ১৭ নভেম্বর,আসানসোল জেলে বন্দি থাকা অবস্থাতেই, অনুব্রতকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে ৮ মাসের বেশি, ২৪৭ দিন ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল।২০২৩-এর ৭ মার্চ দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর মাঝে দু'বার বীরভূমে ঘুরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত-র অনুপস্থিতিতে নিজেই বীরভূমের সংগঠনের কাজ দেখার কথা বলেছেন। গড়ে দিয়েছেন বীরভূমে দলের কোর কমিটি। কিন্তু বীরভূমের তৃণমূল সভাপতির পদে কোনও নড়চড় হয়নি। এখনও অনুব্রত মণ্ডলই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।এই পরিস্থিতিতে শুক্রবার বীরভূমের সিউড়িতে জনসভা করতে এসে এ নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। তিনি বলেন, “আমি জিজ্ঞেস করতে এসেছি, যাদের ভারত সরকার গরু পাচারে জেলে পাঠিয়েছে, তাদের জেলা সভাপতি করে রেখেছে। সন্ত্রাস-মুক্তি চান? বিস্ফোরণ বন্ধ করতে চান? গরু পাচার বন্ধ করতে চান? দুর্নীতি বন্ধ করতে হবে? ভাই-ভাতিজাবাজ বন্ধ করতে হবে? মমতা দিদি করতে পারবে? কেবল মোদিজি করতে পারেন।’’
বাংলায় বিজেপি (BJP) সরকার এলে স্বাস্থ্যখাতে বড় সুবিধা মিলবে বলে ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমের সভা থেকে কার্যত নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন তিনি বলেন, “বাংলায় বিজেপিকে সরকারে আনুন। ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যখাতে সুবিধা মিলবে।’’
আরও পড়ুন: Amit Shah: অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে