Weather Update: আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। সকাল ও সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে জেলায়। তবে দুপুরে থামতে পারে এই বৃষ্টি। হাওয়া অফিস বলছে, সকালেই ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে জেলার তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৮ শতাংশ। সকাল থেকেই জেলার বাতাস বইছে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে।
South Dinajpur Weather update: একই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণেও। সকাল থেকেই বৃষ্টি জেলায়। দক্ষিণের সর্বত্র (South Dinajpur) মেঘলা আকাশ। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮০ শতাংশ। জেলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ সারাদিন বৃষ্টি হতে পারে জেলায়।
Kolkata Weather Update: এদিকে, পুজোর আগে হাতে গোনা কয়েক সপ্তাহ। এমন সময়ে কী রকম থাকবে কলকাতার আবহাওয়া? কী বলছে পারদের ওঠানামা? মহানগরে (Kolkata)আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।
এদিকে গত কাল আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছিল, তাতে পুজোর আগের এই সপ্তাহান্তে খুব বেশি আশার আলো নাও দেখতে পারেন মহানগরের ব্যবসায়ীরা। গত কালকের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থান থেকে বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে। এর ফলে শনিবার রাজ্যজুড়ে বৃষ্টির কথা বলেছিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছিল গত কাল। আজ কী হয়? সেটাই দেখার।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।