পরিতোষ দাস, বীরভূম: নানুরে ফের বোমা উদ্ধার। পুলিশ সূত্রে খবর, বাঁশঝাড়ের মধ্যে ৪টি ড্রাম থেকে উদ্ধার হয়েছে ১০০ টিরও বেশি বোমা। কে বা কারা বোমাগুলি রাখল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।
ফের বোমা উদ্ধার নানুরে
বাঁশঝাড়ের মধ্যে মাটিতে অর্ধেক পোঁতা চার চারটি ড্রাম। সেখান থেকেই মিলল ১০০ টির বেশি বোমা। ঘটনায় ফের শিরোনামে বীরভূমের নানুর। শনিবার, গোপনসূত্রে খবর পেয়ে, অজয়ের ধারে সিধাই গ্রামে বাঁশঝাড়ের মধ্যে থেকে বোমাভর্তি ড্রামগুলি উদ্ধার করে পুলিশ। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎকুমার দে জানান, গোপন সূত্রে নানুর থানার পুলিশ খবর পায়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বোমা।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভিত্তিক সম্মেলন শুরু করেছে, তেমনই সন্ত্রাসের উন্নয়নের জন্য বোমা মজুত করতে শুরু করেছে। পুলিশ মনে করলে প্রতিদিন হাজার হাজার বোমা বন্দুক উদ্ধার করতে পারে।'
নানুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্যের পাল্টা দাবি, 'তৃণমূলের সঙ্গে মানুষ আছে। তাঁদের বোমা-বন্দুকের দরকার নেই। বিজেপি বোমা-বন্দুক মজুত করেছে।'
এই বিপুল পরিমাণ বোমা বাঁশঝাড়ের আড়ালে রাখল কে? তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: Water Crisis: ভরা গ্রীষ্মে জলসঙ্কট! বাড়ছে পানিহাটি ও আসানসোলের বাসিন্দাদের ক্ষোভ
কলকাতায় বোমা উদ্ধার
অন্যদিকে খাস কলকাতা (Kolkata) থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা। গত শুক্রবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড (Tiljala) থেকে ১১টি বোমা উদ্ধার করে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। সঙ্গে ছিল উইনার্স বাহিনী ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। সম্প্রতি শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তাকে জেরা করেই তিলজলা রোডের (Tiljala Road) ঝুপড়িতে বোমার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।
এপ্রিলেই হরিদেবপুরে একটি অটো থেকে উদ্ধার হয়েছিল বোমা, আগ্নেয়াস্ত্র। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় পুলিশ প্রশাসনে। এক মাস পর, এবার বোমা উদ্ধার হয় বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে। পরিত্যক্ত ঝুপড়ির মধ্যে ২টি ফলের পেটি থেকে উদ্ধার হয়েছে ১১টি বোমা। ফের কলকাতায় বোমা উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।