বিশ্বজিৎ দাস ও অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫  হাজার ছাড়িয়ে গিয়েছে।মৃতের সংখ্যা এগোচ্ছে সাড়ে তিন হাজারের দিকে।সংক্রমণ বাড়ছে চিকিত্সক, নার্স ও পুলিশের মধ্যে। পুলিশের পাশাপাশি, এবার দমকল কর্মীদের মধ্যেও করোনার সংক্রমণ।

মঙ্গলবার করোনার সংক্রমণ ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর দমকল কেন্দ্রের ১৪ জন কর্মীর।

সূত্রের খবর খড়গপুর দমকল কেন্দ্রে মোট ৭০ জন কর্মী রয়েছেন। ২৫ অগাস্ট থেকে ধাপে ধাপে সকলের করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। মঙ্গলবার যার রিপোর্ট আসে। দেখা যায় ১৪ জন করোনা আক্রান্ত। আক্রান্তরা সকলেই উপসর্গহীন।

পাশাপাশি, করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবং থানার ওসি।করোনা রিপোর্ট পজিটিভ এসেছে থানার এক সিভিক ভলান্টিয়ারেরও।

এর আগে সবং থানায় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে মোট ১২ জন করোনা আক্রান্ত হন। মঙ্গলবার রিপোর্ট আসার পর তা বেড়ে হলো ১৪। এই পরিস্থিতিতে আতঙ্কে বিভিন্ন কারণে থানায় আসা সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে সবং থানার পুলিশ ব্যারাককে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।