মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : শেষ হল পশ্চিম বর্ধমান জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশন (Paschim Bardhaman Table Tennis assosiation) আয়োজিত রাজ্যে স্তরের স্টেজ ২ টেবল টেনিস প্রতিযোগিতা। ১২ টি বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয় এদিন। পরে পুরস্কার তুলে দেওয়া হয় চ্যাম্পিয়নদের হাতে।


রাজ্যে স্তরের স্টেজ ২ টেবল টেনিস প্রতিযোগিতা 


শুরু হয়েছিল ২১ তারিখ। শেষ হল শুক্রবার। পশ্চিম বর্ধমান জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্যে স্তরের স্টেজ ২ টেবল টেনিস প্রতিযোগিতা শেষ হল এদিন। ৫ দিনের প্রতিযোগিতায় অংশ নেন রাজ্যের প্রায় ৪০০ খেলোয়াড়। শুক্রবার ১২ টি বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হয় দুর্গাপুরের সিধো কানহু ইনডোর স্টেডিয়ামে। 


কোভিডকালে অকালে প্রয়াত হয়েছেন দুর্গাপুরের রাজ্য স্তরের টেবল টেনিস খেলোয়াড় বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তাঁর স্মরণে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। পশ্চিম বর্ধমান জেলা টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'এই ধরনের খেলা এখানে করতে পেরে খুব ভালো লাগছে, আগামী দিনে রাজ্যস্তরের খেলা এখানে করার চেষ্টা করব আমরা উদ্যোক্তা হিসাবে থাকব'।


পাশাপাশি দুর্গাপুর (Durgapur) পুরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, 'শিল্পাঞ্চল দুর্গাপুরে খেলাধুলার মান বেড়েছে এবং যাতে করে আরো বাড়ানো যায় সে নিয়েও প্রচেষ্টা চালানো হচ্ছে'। এই  ধরণের প্রতিযোগিতা রাজ্যের টেবল টেনিস খেলোয়াড়দের ভীষণ কাজে আসবে বলে আশা  উদ্যোক্তাদের। 


আরও পড়ুন- চড়া হারে রিটার্নের ফাঁদে পড়ে ১ কোটি ৩০ লক্ষ টাকা খোয়ানোর অভিযোগ চিকিৎসক কুণাল সরকারের


এদিকে, প্রশাসকমণ্ডলীর ৫ সদস্য ৪৩টি ওয়ার্ডে পরিষেবা দিতে পারছেন না। পরিষ্কার হচ্ছে না নিকাশি নালা। বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এই অভিযোগে মশারি নিয়ে দুর্গাপুর পুরসভার বরো অফিস ঘেরাও বিজেপির যুব মোর্চার। যদিও শাসক দলের দাবি, পুরসভা ঠিকই কাজ করছে। ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ পুরসভা। এই অভিযোগ তুলে, মশারি টাঙিয়ে বোরো অফিস অভিযান।


শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এসবি মোড় থেকে মিছিল শুরু করেন যুব মোর্চার কর্মী-সমর্থকরা। এর পর পুরসভার চার নম্বর বোরো অফিস ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মশারি টাঙিয়ে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, এলাকার নিকাশি নালা বেহাল এবং নোংরা সাফাই হচ্ছে না যার জেরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। যদিও তৃণমূলের দাবি, পুরসভা ঠিকই কাজ করছে।