করুণাময় সিংহ,মালদা: আবর্জনা ফেলাকে (garbage) কেন্দ্র করে বিবাদের জেরে বাবা (father) ও মেয়েকে (daughter) ধারাল অস্ত্র (sharp weapon) দিয়ে আঘাতের অভিযোগ উঠল প্রতিবেশির (neighbour) বিরুদ্ধে। শনিবার সকালে মালদা (malda) জেলার মানিকচক (manikchowk) থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের সামলালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 


কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, জখম দুজনের নাম মহম্মদ আরশেদ এবং আফসানা বিবি। আরশেদের বয়স ৫৭ বছর, আফসানা তাঁরই মেয়ে। বয়স ২৫ বছর। অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে দৌলত শেখ, আকবর শেখ-সহ বেশ কয়েকজনের। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আফসানা বিবি রাস্তার পাশে নোংরা ফেলছিলেন। সেই সময় আকবর এসে প্রথমে আফসানা বিবিকে ভয়ঙ্কর গালিগালাজ করে। তাতেই থামেনি। পরে তাঁকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাবা মহম্মদ আরশেদ। এরপর দুজনেই ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে খবর। চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মানিকচক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মহম্মদ আরশাদকে মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আফসানা বিবি এখনও মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামলালপাড়া এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


পড়শিদের অশান্তিতে মৃত্যু মুর্শিদাবাদে...
গত কালই কার্যত এক ধরনের একটি ঘটনায় এক জনের মৃত্যুর অভিযোগ ওঠে মুর্শিদাবাদে। শোনা গিয়েছে, সেখানে একটি পাঁচিল নির্মাণ ঘিরে দুই পরিবারের মধ্য়ে বচসা মারামারিতে পৌঁছে যায়। সেখান থেকে ইট ছোড়াছুড়ি। অভিযোগ, তাতেই এক মহিলার মৃত্যু হয়। জখম হন তিন জন। মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিন্দায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই ওই পাঁচিল নির্মাণ ঘিরে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। শুক্রবার সকালে নির্মাণ কাজ শুরু হলে তুঙ্গে ওঠে ঝামেলা। মুহূর্তের মধ্যে তা মারামারির পর্যায়ে চলে যায়। ঘটনায় জখমদের বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের এক জনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর নাম সাহিদা বিবি বলে জানিয়েছে পুলিশ। বয়স ৩৩ বছর। পরিস্থিতির মধ্যে এতটাই উত্তেজনা ছিল যে এলাকায় পুলিশ পিকেট বসাতে হয়।


আরও পড়ুন:পুজো কার্নিভালে গরুর গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত বলদ, প্রাণ গেল এক ব্যক্তির