Continues below advertisement

কলকাতা: পারমিট ও ফিটনেস ফেল হওয়ার পরেও কীভাবে রাস্তায় চলছিল শেখ শাহজাহানের (Sheikh Shajahan) সাক্ষীর গাড়িতে ধাক্কা মারা ট্রাকটি? শাহজাহান-মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা লেগেছিল ট্রাকের। জানা গিয়েছে যে ২ নভেম্বর ট্রাকের ফিটনেস ফেল হয়।  গত ১৪ অক্টোবর ট্রাকের পারমিট ফেল হয়। এরপরও কীভাবে রাস্তায় এই গাড়ি? এই প্রশ্নই উঠছে..

এদিকে, সাক্ষী ভোলানাথ ঘোষের সঙ্গে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের কি পুরনো বিবাদ ছিল? হ্যাঁ, এমনটাই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অভিযোগ, ভোলানাথের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে। জেলে থেকেও স্বমহিমায় রয়েছেন শেখ শাহাজাহান। দলবল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও তুলেছেন সন্দেশখালির আরেক বাসিন্দা। তবে এই বিষয় মানতে নারাজ সন্দেশখালির পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।

Continues below advertisement

ঠিক কী হয়েছিল?

উল্লেখ্য়, বুধবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন শেখ শাহজাহান-মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-র মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের। সেই সময়ে পিছনের সিটে ছিলেন ভোলা ঘোষ, সামনের সিটে ছিলেন ছেলে সত্যজিৎ। আহত ভোলানাথ ঘোষকে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মালঞ্চর দিকে যাওয়ার সময় বয়ারমারি পেট্রোল পাম্পের কাছে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মারে একটি  ট্রাকযার ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ভোলা ঘোষের গাড়ি। দুর্ঘটনার অভিঘাতে রাস্তার ধারে ভেড়িতে পড়ে যায় ভোলা ঘোষের গাড়ি। দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যায় ট্রাক, চালকের খােঁজ মেলেনি।

এদিকে, শেখ শাহজাহান বন্দি রয়েছেন জেলে। চলছে মামলা। আর সেই পরিস্থিতিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়ি এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার নেপথ্যে উঠে আসছে খুনের ষড়যন্ত্রের বিষয়টি। ছেলেকে নিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন বলে দাবি করেছেন আহত সাক্ষী। তিনি প্রাণে বেঁচে গেলেও, মৃত্যু হয়েছে তাঁর ছেলে এবং গাড়ির চালকের। তাহলে কি মূল সাক্ষীকে সরিয়ে দেওয়ার জন্যই এই দুর্ঘটনার পরিকল্পনা করা হয়েছিল? উঠছে প্রশ্ন। যে ট্রাকটি সন্দেশখালি শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই- এর মামলার মূল সাক্ষীর গাড়িতে ধাক্কা মেরেছে, তার চালক এখনও পলাতক। সেই চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছোট ছেলের।