সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) একসঙ্গে ২৫টি বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেল। ঘটনাটি ঘটেছে ভালবাসা মোড় এলাকার পাচকেল গুড়িতে। সেখানে আচমকাই প্রায় ২৫টি বাড়িতে আচমকাই শর্ট সার্কিট হয়ে গিয়ে যাবতীয় ইলেকট্রনিক্যাল সামগ্রী পুরে গিয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে গিয়েছেন এাকাবাসী।
এর আগেও এমন ঘটনা ঘটেছিল এই এলাকায়। তবে এতটা প্রভাব কোনও সময়ই পড়েনি। এদিকে, এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় (New Jalpaiguri Police Station) ও স্থানীয় বিদ্যুৎ দফতরে। ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিস্থিতি খতিয়ে দেখে। ঠিক কোন কারণে এমন ঘটনা তার সঠিক উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
স্কুল চলাকালিন বজ্রপাত
মন্দিরবাজার(Mandirbazar) থানার বংশীধরপুর (bangshidharpur) হালদারপাড়া আইসিডিএস স্কুলে বজ্রপাতে জখম হয়েছে এক শিক্ষিকা সহ প্রায় ১৭ থেকে ১৮ জন ছাত্র ছাত্রী। বর্তমানে সকলেই নায়ারহাট ব্লক হসপিটাল এ চিকিৎসাধীন। বজ্রপাতে স্কুলের প্লাস্টার ভেঙে পড়ে।
ঠিক কী হয়েছিল?
ক্লাস চলছিল তখন। আকাশের মুখ ভার ছিল। বৃষ্টি নামবে এমনই ভেবেছিলেন সবাই। কিন্তু আচমকাই বিশাল বজ্রপাত হয়। যার জেরে ছাত্র-শিক্ষিকা সহ আহত হয়েছেন ১৭ জন। ঘটনাটি ঘটেচে মন্দিরবাজারের বংশীধরপুর হালদারপাড়া অঙ্গনওয়াড়ি স্কুলে। প্রতিদিনের মতো এদিনও দুপুরে অঙ্গনওয়ারি কেন্দ্রে শিশুদের নিয়ে ক্লাস চলছি। সেই সময়ই এই ঘটনা ঘটে। উল্লেখ্য, ১ শিক্ষিকা-সহ ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হল নায়ারহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
গতকাল বৌবাজারে একাধির বাড়িতে ফাটল
মধ্যরাতে তিন বছর আগের সেই আতঙ্ক ফিরল কলকাতার বউবাজারে (Bowbazar Incident)। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East West Metro) সংলগ্ন দুর্গাপিতুরি লেনে একাধিক বাডি়তে ফাটল দেখা দিয়েছে। সন্ধের পর থেকে অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে দুশ্চিন্তার বিষয় হল, ২০১৯-এর অগস্টে যে বাড়িগুলিতে ফাটল ধরেছিল, এ বারও সেই বাড়িগুলিতেই ফাটল ধরেছে বলে অভিযোগ। বাড়ির মেঝে থেকে সিলিং, ফাটল বিকেলের পর থেকে ফাটল ক্রমশ বেড়েছে বলেই অভিযোগ।