সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চণ্ডীতলায় (Chanditala) বাড়ির মধ্যেই বিদ্যুতের খুঁটি । চালের ওপর পড়ে বিদ্যুতের তার। দুর্ঘটনার দায় এড়াতে বাড়ি ছাড়ার  নোটিস তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের। নোটিস পেয়ে হতভম্ব বাড়ির মালিক । এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । 


বাড়ির চাল ফুঁড়ে উঠে গিয়েছে বিদ্যুতের খুঁটি। টিনের চালের ওপর পড়ে রয়েছে বিদ্যুতের তার। প্রবল বৃষ্টি বা বাজ পড়লে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ। এই পরিস্থিতিতে সুরাহার বদলে উল্টে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে বাড়ি ছাড়ার নোটিস । 


হুগলির (Hooghly) চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা । মধ্য জলাপাড়া গ্রামে এই বাড়ির মধ্যেই রয়েছে বিদ্যুতের খুঁটি । টিনের চালের ওপর বিপজ্জনকভাবে রয়েছে বিদ্যুতের তার।


আরও পড়ুন: Coochbehar Chaos: ভুল ইঞ্জেকশন দেওয়াতেই মৃত্যু? চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসককে বেধড়ক মার


অভিযোগ,বিপদ-শঙ্কায় বিদ্যুতের খুঁটি সরানোর জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। চারবছর ধরে চলছে টানাপোড়েন। উল্টে তৃণমূল (TMC) পরিচালিত নৈটি গ্রাম পঞ্চায়েতের তরফে দেওয়া হয়েছে বাড়ি ছাড়ার নোটিস।


আরও পড়ুন: Hooghly News: পরিচারিকাকে নিয়ে আসতে গিয়ে অপহৃত বৃদ্ধ, গ্রেফতার ৪


যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি নৈটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রধান মানা কর্মকার। শ্রীরামপুর (Sreerampur) সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি মোহন দাসের কথায়, প্রধানকে বলব আপনারা বলছেন তৃণমূল সরকার মানুষের সরকার। এ তো দেখছি ঘরছাড়াদের সরকার হয়ে গেছে। তৃণমূল মানেই কাটমানি।


রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে জানানো হয়েছে, বিদ্যুতের খুঁটি আগেই বসানো ছিল। বিদ্যুতের খুঁটির চারপাশে বাড়ি তৈরি হয়েছে। পরিদর্শন শেষ করে বিডিও, থানা ও পঞ্চায়েতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। চণ্ডীতলা ২ নম্বর ব্লকের বিডিও সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন,অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।