কালিয়াগঞ্জ: লোকসভা ভোটের সময় কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৫৭,৭৬২ ভোটে লিড পান বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কিন্তু বিধানসভা ভোটে দেখা গেল ফল হয়েছে পুরো উল্টো। ৬০,০০০-এর কাছাকাছি ভোটের ব্যবধান উড়িয়ে দিয়ে বিজেপিকে ২৩০৪ ভোটে হারিয়ে কালিয়াগঞ্জ জিতে নিল তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কালিয়াগঞ্জ জিতল তারা।

ভোট গণনার সময় এই আসনে প্রথম থেকে এগিয়ে ছিল বিজেপি। ব্যবধান একবার কমছিল, একবার বাড়ছিল। কিন্তু ফল বদলে যায় সপ্তম রাউন্ডের শেষে, ৩২০০ ভোটে এগিয়ে যান ঘাসফুলের তপনদেব সিংহ। দশম রাউন্ড গণনার শেষে তাঁকে জয়ী ঘোষণা করা হয়। কেন এভাবে বিজেপির হাতছাড়া হল কালিয়াগঞ্জ? তৃণমূলের দাবি, রাজ্য সরকারের উন্নয়ন, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ। কিন্তু বিজেপির পরাজিত প্রার্থী কমলচন্দ্র সরকার স্পষ্টই জানাচ্ছেন, এনআরসি নিয়ে তাঁরা মানুষকে বোঝাতে পারেননি। হার সে কারণেই।

ঘটনা হল, বাংলাদেশ সীমান্তের এই কালিয়াগঞ্জ এলাকায় এনআরসি নিয়ে মানুষের মধ্যে চোখে পড়ার মত ভীতি রয়েছে। অসমের ডিটেনশন ক্যাম্পের কথা তাঁদের অজানা নয়, উপনির্বাচনের আগে এনআরসি নিয়ে তৃণমূল তো বটেই, রীতিমত প্রচার চালিয়েছে বাম-কংগ্রেস জোটও। উল্টোদিকে এনআরসি নিয়ে বিজেপির প্রচার অনেকটা ছিল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ, মানুষের ভয় কাটাতে পারেনি তারা। রাজনৈতিক মহলের অভিমত, সে কারণেই এবার প্রথম ঘাসফুলের পকেটে গেল কালিয়াগঞ্জ।