কলকাতা: শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব-ত্যাগের পরেই মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন তিনি। সেই দিন থেকেই জেলা সফর মমতা শুরু করবেন বলে জানা গেছে। এভাবেই রাজ্যজুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের পুরোদস্তুর রাজনৈতিক প্রচার শুরু করবেন বলে খবর। মেদিনীপুরের পর তাঁর বর্ধমানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।দুর্গাপুরে জনসভা করতে পারেন তিনি।
উল্লেখ্য, শুভেন্দুর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা চলছে। তিনি এখনও তাঁর অবস্থান ভবিষ্যৎ কর্মসূচী সম্পর্কে কিছু জানাননি। তৃণমূল আপাতত শুভেন্দুকে নিয়ে মাথা ঘামাতে রাজি নয়, এমনই বার্তা এসেছে দলীয় সূত্রে। শুভেন্দুর মন্ত্রিপদ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই গতকাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব কালীঘাটে জরুরি বৈঠকে বসে। বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চট্ট্যোপাধ্যায়, অরূপ বিশ্বাসরা। বৈঠকে অবিলম্বে দলকে আন্দোলনমুখী হতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, কে থাকল, না থাকল, তাতে গুরুত্ব না দিয়ে অবিলম্বে রাস্তায় লাগাতার আন্দোলনে নামতে হবে।
পর্যবেক্ষক পদ নিয়েই শুভেন্দুর ক্ষোভের সূত্রপাত বলে সূত্রের খবর। কয়েকদিন আগে মমতা বাঁকুড়ায় জানিয়ে দেন, তিনিই ‘সারা রাজ্যের পর্যবেক্ষক’। কে কার সঙ্গে যোগাযোগ রাখছেন, সে সবের উপর তিনি নজর রাখছেন। এভাবে দলের দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, এত দিন সরকারের কাজে বেশি মন দিয়ে দলকে একটু ঢিলে দিয়েছিলাম। কিন্তু এ বার পুরো দলটাই আমি দেখব।
সেই মতো বিধানসভা ভোটের আগে দলের কাণ্ডারি হিসেবে জেলায় জেলায় সফরে মমতা রাজনৈতিক কর্মসূচী নিতে চলেছেন বলে জানা গিয়েছে।