কলকাতা: করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টচার্য। বৃহস্পতিবারই তাঁর কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট আসে।


রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৩ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। বুধবার সংখ্যাটা ছিল ৫১। মঙ্গলবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪৯ জনের।

রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। দৈনিক মৃত্যুতে একই অবস্থানে কলকাতা ও উত্তর ২৪ পরগনা ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০৭ জন। বুধবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৫২৮। মঙ্গলবার ৩ হাজার ৫৪৫। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৪৯৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮ হাজার ২২৪ জনের।

কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৫১ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের।

রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩৭ হাজার ৬০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৩.০১ শতাংশ।

এই পরিস্থিতিতে সারা বিশ্ব ভ্যাকসিনের অপেক্ষায়। সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমরা কেউ বিজ্ঞানী নই, এটা নিয়ে দক্ষও নই। প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে সেটাই মেনে চলা হবে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভ্যাকসিন নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।