সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাতের দিকে শীত শীত ভাব!ভোরেও হিমেল পরশ।অঘ্রাণেই ঝোড়ো ইনিংস শুরু করতে তৈরি শীত। তবে, তার আগে বৃষ্টির ভ্রূকুটি।আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গে আগামী তিনদিনে অল্প-বিস্তর বৃষ্টির সম্ভাবনা।
বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকার হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলভাগে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অল্পবিস্তর বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি কমলে সপ্তাহান্তে পারদ ফের নিম্নমুখী হবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
এদিকে মাঝ নভেম্বরেই দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে তুষারপাত। তুষার-শুভ্র বরফের চাদরে ঢেকেছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জায়গা।
পাশাপাশি, জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পিরপাঞ্জালে তুষারপাতের জেরে বন্ধ রাজৌরির মুঘল রোড। শুরু হয়েছে রাস্তা পরিষ্কারের কাজ।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ইতিমধ্যেই দিল্লি,পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারে আবহাওয়ার পরিবর্তন এসেছে।
শীতের প্রাক্কালে উত্তর ও দক্ষিণ বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প-বিস্তর বৃষ্টির পূর্বাভাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Nov 2020 09:44 PM (IST)
রাতের দিকে শীত শীত ভাব!ভোরেও হিমেল পরশ।অঘ্রাণেই ঝোড়ো ইনিংস শুরু করতে তৈরি শীত। তবে, তার আগে বৃষ্টির ভ্রূকুটি।আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গে আগামী তিনদিনে অল্প-বিস্তর বৃষ্টির সম্ভাবনা।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -