সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল। লজ্জায় আত্মঘাতী জগদ্দলের কাউগাছি আদিবাসী পাড়ার ছাত্রী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। ব্যারাকপুর কমিশনারেটের আশ্বাসে প্রায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে পরিস্থিতি।
একাদশ শ্রেণির ছাত্রীকে গত কয়েকদিন ধরে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই অপমানেই সোমবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় কিশোরী।
এই ঘটনা ঘিরে সোমবার অশান্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার জগদ্দলের কাউগাছি। মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, ফেসবুক থেকে মেয়েটির ছবি নিয়ে, তা বিকৃত করে, তাকে ব্ল্যাকমেল করছিল অজ্ঞাতপরিচয় এক যুবক।
জগদ্দল থানায় ব্ল্যাকমেলের অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ।
সোমবার পুলিশ ছাত্রীর দেহ উদ্ধার করতে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে ঘটনাস্থলে যান ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষকর্তারা। পুলিশের গাফিলতি প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশি আশ্বাসে প্রায় আড়াইঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিশোরীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।