কলকাতা: আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট। কুয়াশার প্রভাব পড়েছে যান ও বিমান চলাচলে। দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা। দুর্ঘটনা এড়াতে বহু জায়গায় ধীর গতিতে যান চলাচল করছে। পাশাপাশি, কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে দেরিতে বিমান ওঠানামা করছে। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে।
সপ্তাহ শেষে শীতের দাপুটে ব্যাটিং-এ মাঘের মৌতাত। এখনও কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা। একই অবস্থা জেলা জুড়ে।
শনিবারও শুক্রবারের তুলনায় নেমেছিল পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিক। বাধাহীন উত্তুরে হাওয়ার জেরে রবিবারও বজায় থাকবে শীতের আমেজ।
তবে শীতের এই সুখ ক্ষণস্থায়ী হতে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল সোমবার থেকে ফের পারদ উঠতে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনায় হাড়কাঁপানো ঠান্ডার এখনও দেখা মেলেনি। মাঝের কয়েকটি দিন পারদ নামলেও তা স্থায়ী হয়নি। তবে শনিবারের পর রবিবারও জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়। সঙ্গে কুয়াশার দাপট। ভোরের দিকে গতকালের মতোই শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার জেরে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।
ইংরেজি বছরের শেষের কয়েকটা দিন ও বছরের শুরুতে কিছুদিন শীতের আমেজ চলেছিল কলকাতা ও রাজ্যজুড়ে। মাঝে ফের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। শীত যখন বিদায় নিতে চলেছে বলে অনেকেই ধারনা করছিলেন। কিন্তু তারপরই উত্তুরে হাওয়ার হাত ধরে ফের ফিরেছে শীতের আমেজ। তবে তা বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
জানুয়ারি মাসের প্রথম দিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত ১১ ডিগ্রি
বা তার আশপাশে ঘোরাফেরা করে থাকে। গত এক দশকের পরিসংখ্যানে দেখা গেছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নেমেছে মাত্র চার বার। ২০১৩–এর ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। জানুয়ারির শেষের দিকে তাপমাত্রা ১০-১১ ডিগ্রির নিচে তাপমাত্রা সচরাচর নামে না।
Kolkata Weather Update: আরও নামল পারদ,শীতের দাপুটে ব্যাটিংয়ে মাঘের মৌতাত, ভোর থেকেই ঘন কুয়াশার দাপট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 08:09 AM (IST)
আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা। দুর্ঘটনা এড়াতে বহু জায়গায় ধীর গতিতে যান চলাচল করছে। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -