শিলিগুড়ি: শিয়রে বিধানসভার নির্বাচন। তার আগে ডিসেম্বরের শেষ সপ্তাহেও রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে শিলিগুড়িতে।
তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা, বিজেপির গৃহসম্পর্ক অভিযান তো ছিলই, শনিবার শিলিগুড়িতে জনসংযোগে নামল সিপিএমও। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে এদিন মানুষের অভাব-অভিযোগ শুনলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য।
সিপিএম বিধায়ক ও শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য বলেছেন, সারাবছরই এমন কাজ করি। এখনও আরও করেছি ।আমাদের দুয়ারে ঘুরতে হয় না, আমরা দুয়ারেই থাকি। রাজ্য সরকার যমের দুয়ারে চলে গেছে।
এভাবে ভোটের আগে তৃণমূলের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করলেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক। পাল্টা উত্তর দিতে দেরি করেনি তৃণমূল।


সিপিএমকে পাল্টা আক্রমণ দার্জিলিং (সমতল ) তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেছেন, ওনার বয়স হয়েছে। উনি রেস্ট নিন। পুরসভায় কোনও কাজ করেননি। বিধানসভায় জিততে পারবেন? আগে জিতে দেখান। রাস্তায় ঘুরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে লাভ হবে না।

সিপিএম-তৃণমূলকে একযোগে নিশানা করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি প্রবীণ অগ্রবাল বলেছেন, বিজেপি এলে সোনার বাংলা হবে। সিপিএম বিলুপ্ত। তৃণমূল যমের দুয়ারে চলে গেছে।

শিলিগুড়ি বিধানসভা আসনটি বর্তমানে সিপিএমের দখলে। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। দু’নম্বরে রয়েছে তৃণমূল। আর তৃতীয় স্থানে বামেরা।