কলকাতা : রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। শুক্রবারে রাজ্য স্বাস্থ্য দফতের (Department Of Health) প্রকাশিত বুলেটিন (Health Bulletine) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৬৭ জন। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫৭৪ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬,২১,৯৯৮।
রাজ্য স্বাস্থ্য দফতেরের বুলেটিন অনুযায়ী, এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Corona Death) হয়েছে ৯জনের । গতকাল ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল । তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৬। অর্থাৎ, গত একদিনে রাজ্যে বেড়েছে করোনায় মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৫৮৪।
রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫,৯৪,৮৪০। গতকাল এই সংখ্যাটা ছিল ১৫,৯৪,২৩০। । সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৫৭৪। গতকাল এই সংখ্যাটা ছিল ৭,৫৬৫।
আরও পড়ুন ; ওমিক্রন উদ্বেগের মধ্যেই চাঞ্চল্য, কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী
এদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে ৩জনের মৃত্যু হয়েছে। ২০৬ জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। ১০৭ জন সংক্রমিত। এই পরিস্থিতিতে রবিবার থেকে পাড়ায় পাড়ায় ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করছে কমিশন। ১৯ ডিসেম্বর পুরভোটের ১ সপ্তাহ আগে টিকাকরণ কর্মসূচি কমিশনের
এদিকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) করোনা আক্রান্ত (Corona Affected) ব্রিটেন ফেরত এক রোগিণী। আলিপুরের (Alipur) বাসিন্দা রোগিণীকে বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করেন চিকিত্সকরা। ওমিক্রণ আতঙ্কের মধ্যেই এই খবরে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, ওই যাত্রীর দেহে ওমিক্রনের সংক্রমণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। অন্যদিকে, গোয়া (Goa) বিমানবন্দরে গোয়ানিজ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের শরীরে মিলেছে ওমিক্রন (Omicron) ভাইরাস। ব্রিটেন থেকে ফেরেন ওই যাত্রী।