কলকাতা: বেহালায় বিজেপির হয়ে পথে নামার দিনই, চরমে উঠল শোভন-বৈশাখী বনাম রত্না চট্টোপাধ্যায়ের বাগযুদ্ধ। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ রত্না চট্টোপাধ্যায়ের। পাল্টা উত্তর দিয়েছেন শোভন-বৈশাখী।
বেহালা পূর্বের বিধায়ক। বেহালা থেকে কাউন্সিলর। কয়েক দশক কাটিয়েছেন তৃণমূলে।সদ্য যোগ দিয়েছে বিজেপিতে।বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গী করে বহুদিন বাদে নিজের গড় বেহালায় নামলেন শোভন চট্টোপাধ্যায়।
রোড শোতে একসঙ্গে দু’জন। বৈশাখীর গলায় তৃণমূলকে হুঁশিয়ারি।
পাল্টা শোভন-বৈশাখীকে একসঙ্গে কটাক্ষ করেছেন রত্না চট্টোপাধ্যায়।

রত্না চট্টোপাধ্যায় বলেছেন, দুই সন্তানের বাবা তাদের ছেড়ে দিয়ে অন্যকে নিয়ে ঘুরছে ,সেটা মানুষ ভালভাবে নেবে না।
বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় পাল্টা বলেছেন, আমার জামা খুললে দেখবেন পিঠের ঘা দগদগে। নইলে কেউ ডিভোর্স করে।আমি আমার স্ত্রীকে যেভাবে দেখতে চেয়েছিলাম, সেভাবে দেখতে পাইনি।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শোভন-পত্নী। পাল্টা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন শোভনের বন্ধু।

রত্না চট্টোপাধ্যায় বলেছেন, ‘’উনি শোভনের সঙ্গে আসছেন বলে হয়তো বেহালার মানুষ ওঁকে কিছু বলবেন না। কিন্তু একবার শোভন চট্টোপাধ্যায়ের হাত ছেড়ে একা বেহালায় ঢুকে দেখান! দেখবেন বেহালার মানুষ ওঁকে কী করে!’’

এর জবাবে বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ শোভনের সঙ্গে এলাম। এরপর একা আসব। দলের সৈনিক, দল যা বলবে করব।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রত্না চট্টোপাধ্যায়। পাল্টা তাঁর পাশে দাঁড়িয়েছেন শোভন। রত্না চট্টোপাধ্যায় বলেছেন, ‘ওঁরা মুখে মেক-আপ, গায়ে গয়না পরে নববিবাহিত দম্পতি সেজে সব জায়গায় যাচ্ছেন। বেহালাতেও আসছেন। এতে বেহালার মানুষ হাসছেন। হয়তো ওঁরা এখন শোভনবাবুকে কিছু বলবেন না। কিন্তু ব্যালটে এর প্রতিফলন বিজেপি দেখতে পাবে। বেহালা পূর্ব এবং পশ্চিম, দু’টি কেন্দ্রেই এর ফল দেখতে পাবে বিজেপি।’’

শোভন চট্টোপাধ্যায় বলেছেন, নীতির প্রশ্নে আমি আপস করব না। যে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাঁর পাশে থাকব। বৈশাখী না থাকলে আজ আমি থাকতাম না।

সবমিলিয়ে, রাজনৈতিক বাগযুদ্ধের সঙ্গেই ঘরোয়া বিবাদ অব্যাহত।