কলকাতা: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গে তত মাথাচাড়া দিচ্ছে তৃণমূল বনাম বিজেপি সংঘাত। এবার মালদার চাঁচলে বিজেপিতে যোগদানে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল। বিজেপিতে যোগ দিতে আগ্রহীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। যোগদান কর্মসূচি ব্যর্থ হওয়ায় বিভ্রান্তিমূলক প্রচার করছে বিজেপি, গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।
বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে দলবদলের রাজনীতি। তা নিয়ে মাথাচাড়া দিচ্ছে অশান্তিও। যেমনটা ঘটল মালদার চাঁচলে। বিজেপির দাবি, মঙ্গলবার শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকের গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা ছিল। কিন্তু, অধিকাংশকেই তৃণমূল হুমকি দিয়ে আটকে দেয় বলে অভিযোগ বিজেপির। কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্যের শাসক দলের স্থানীয় কর্মী ও নেতৃবৃন্দকে।
মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক দীপঙ্কর রাম বলেছেন, ‘আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল একশো জনের। তবে মাত্র ২৫ জন এসেছে। বাকিদের আসতে দেয়নি তৃণমূল। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে তৃণমূল।’
তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি নিজেদের ব্যর্থতা চাপা দিতে, এসব মিথ্যে প্রচার করছে। এবং ভিত্তিহীন দাবি করে তাদের কাঠগড়ায় তোলা হচ্ছে। মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রফিকুল হোসেন বলেছেন, ‘মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। ভুল বোঝানো চলছে। অপপ্রচার চলছে। ওদের কর্মসূচিতে লোক হয়নি। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তাই বিজেপি নিয়ে আগ্রহী নন কেউই। আর উল্টে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি।’
চাঁচলের একাংশ মালতীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৬-র বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হন বাম-কংগ্রেস জোটের প্রার্থী। ২০১৯-এর লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। একুশের ভোটের আগে এখানে তুঙ্গে শাসক-বিরোধীর তাল ঠোকাঠুকি।
West Bengal Election 2021: মালদার চাঁচলে বিজেপিতে যোগদানে বাধা দেওয়া নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Dec 2020 08:41 PM (IST)
যোগদান কর্মসূচি ব্যর্থ হওয়ায় বিভ্রান্তিমূলক প্রচার করছে বিজেপি, গেরুয়া শিবিরের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।
NEXT
PREV
বাংলা (bengal) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -