West Bengal News Live: সকাল আটটা থেকে ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হবে গণনা, স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবর।
১০৬টি ওয়ার্ড বিশিষ্ট রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোলে ২টি ধাপে ২২ রাউন্ড গণনা হবে। বিধাননগরে ৪১টি ওয়ার্ড। গণনা হবে ৮ থেকে ১৪ রাউন্ড। ৪৭টি ওয়ার্ড বিশিষ্ট শিলিগুড়ি পুরসভার ৬ থেকে ৭ রাউন্ড গণনা হবে। চন্দননগরে ৩৩টি ওয়ার্ডের মধ্যে ভোট হয়েছে ৩২টিতে। গণনা হবে ৬ থেকে ১১ রাউন্ড।
গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ থাকার অভিযোগে আসানসোলে ধুন্ধুমার। আসানসোল পলিটেকনিক কলেজের বাইরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। লাঠিচার্জ পুলিশের।
আজ বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দনননগর পুরসভার ফল। সকাল আটটা থেকে ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হবে গণনা। স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তা।
নারকেলডাঙায় দোতলা বাড়িতে আগুন। রাত সাড়ে ১০টা নাগাদ পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষপর্যন্ত ৮টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।
মালদার ইংরেজবাজারে বিজেপিতে প্রার্থী অসন্তোষ। ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন বিজেপি নেতা-কর্মীদের। ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী রোহিত হালদার। তিনি ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহিরাগত প্রার্থীকে ভোট নয়, এই মর্মে ১৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের পাশাপাশি, সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা, কর্মীরা। ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে দলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে বিক্ষুব্ধদের বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব। নিজেদের মধ্যে বিরোধ। এটাই গেরুয়া শিবিরের সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের।
দিনে ভিড়ে ঠাসা বাসস্ট্যান্ডে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ! কুৎসিত অঙ্গভঙ্গি! সেই সঙ্গে মোবাইল ক্যামেরায় ছবি তোলা! এমনই অভিযোগ উঠল বাগুইআটিতে। ছাত্রীর চিৎকারে অভিযুক্তকে ঘিরে ধরেন স্থানীয়রা। তাকে আটক করেছে পুলিশ।
উল্টোডাঙায় বিদেশি পাখি নিয়ে অভিনব মেলার আয়োজন। রংবেরঙের পাখির সমাহার মেলায়। উদ্যোক্তা কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত। আগামীকাল পর্যন্ত পাখির মেলা চলবে।
এসএসকেএমে ফের সক্রিয় দালালচক্র। হাসপাতালের কর্মী পরিচয়ে রক্ত জোগাড় করার নামে ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রক্ত না পেয়ে গতকাল ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন বীরভূমের দুবরাজপুরের এক বাসিন্দা। অভিযুক্ত মদন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত কি হাসপাতালের কর্মী? নাকি, এর সঙ্গে হাসপাতাল কর্মীদের একাংশের যোগ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূল আর পার্টি নয়, প্রপার্টি। জাতীয় কর্মসমিতির গঠন নিয়ে তৃণমূলকে এ ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। যাঁদের ল্যাম্পপোস্ট বলছেন, তাঁদেরই বিধানসভা ভোটের আগে দলে নিয়েছিলেন, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
এবারও কি শিলিগুড়ি মডেলেরই পুনরাবৃত্তি? জল্পনা বাড়িয়ে ভোট শেষ হতেই কংগ্রেসের সমর্থন চাইলেন অশোক ভট্টাচার্য। পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অধীর চৌধুরীও। বাম-কংগ্রেসের বোঝাপড়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। গুরুত্ব দিচ্ছে না বিজেপিও।
পুরভোটের মুখে অর্জুন সিংহের ঘরে ভাঙন ধরাল তৃণমূল। ঘাসফুল শিবিরেই ফিরলেন অর্জুন সিংহের ভগ্নিপতি সুনীল সিংহ, তাঁর ছেলে আদিত্য এবং অর্জুনের ভাইপো সৌরভ সিংহ। যদিও বিষয়টি-কে গুরুত্ব দিতে চাননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ। বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
৪ পুরসভার ভোট ঘিরে অশান্তি। শিলিগুড়ি ও আসানসোলে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেছে বিরোধীরা। আসানসোল ও বিধাননগরে ভোট বাতিলের দাবিতে কমিশনকে চিঠি দিয়েছে বিজেপি। বিরোধীদের তোলা অভিযোগ খারিজ করেছে তৃণমূল।
কাল রাজ্যের ৪ পুরসভার ভোটের ফল। ৪ পুরসভাতেই বিরোধীদের টেক্কা দেবে তৃণমূল? নাকি তৃণমূল নেতৃত্বের টানাপোড়েনের প্রভাব পড়বে ভোটবাক্সে? বাড়বে বাম ভোট? নাকি দ্বিতীয় স্থানে থাকবে বিজেপিই?
কাল ৪ পুরসভার ভোটের রায়। কাল সকাল ৮টা থেকে ত্রিস্তরীয় নিরাপত্তায় গণনা শুরু। বিধাননগরে ৮ থেকে ১৪ রাউন্ড গণনা। আসানসোলে ২২ রাউন্ড, চন্দননগরে ৬ থেকে ১১ রাউন্ডের গণনা, শিলিগুড়িতে ৬ থেকে ৭ রাউন্ডের গণনা। প্রথমে ভোটকর্মীদের দেওয়া ভোটের গণনা, পরে শুরু ইভিএম গণনা। ‘দুপুর একটার মধ্যে সম্পূর্ণ ফলপ্রকাশ’, কমিশন সূত্রে খবর।
রবিবার সকালে পুরভোটের প্রচার। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী গৌতম দত্তর সমর্থনে কালীবাজার এলাকায় প্রচার করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তোলাবাজি, চোখ রাঙানি মানতে চাইছে না মানুষ। এবার নিজের ভোট নিজে দিতে চান তাঁরা। বাম প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী সিপিএম নেতা।
ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে প্রচারে দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী অশোক কুমার মহান্তির সমর্থনে বাড়ি বাড়ি প্রচার সারছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। প্রচারে হাজির বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতো-সহ একাধিক নেতৃবৃন্দ। সকালে খড়গপুর শহরেও প্রচার করেন দিলীপ ঘোষ।
ফের দিলীপ ঘোষ শহরে থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান। বিজেপিত্যাগীদের দাবি, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীর। বিজেপি সাংসদের পাল্টা দাবি, পুলিশের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।
পুরভোটের আগে দিলীপ-গড়ে ফাটল চওড়া বিজেপিতে? সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে বিধায়ক হিরণের দূরত্ব কি আরও বাড়ছে? দিলীপ ঘোষের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে গরহাজির হিরণ। অনুষ্ঠানে পাঠানো হল হিরণের নির্বাচনী এজেন্টকে। ‘হিরণ প্রার্থী হয়েছেন, তাই প্রচারে ব্যস্ত’, বিতর্কের মুখে দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। দলের নির্দেশেই নির্বাচনী এজেন্টকে পাঠিয়েছি, মন্তব্য হিরণের।
শিলিগুড়িতে ভোটের পর কংগ্রেসকে জোট-বার্তা বামেদের। ‘কংগ্রেস চাইলে বোর্ড দখলের পর বামেদের সঙ্গে থাকবে’, মন্তব্য সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের। স্বাগত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ‘চাপ নেওয়ার প্রয়োজন নেই, বোর্ড গড়বে তৃণমূলই’, কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ‘শিলিগুড়িতে বোর্ড গড়বে বিজেপিই’, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের।
শিলিগুড়ি কলেজে তৈরি হয়েছে স্ট্রংরুম। এখানেই ৪৭টি ওয়ার্ডের ভোটগণনা হবে আগামীকাল। সকাল ৭টা থেকে শুরু হবে গণনা। স্ট্রংরুমের নিরাপত্তায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রংরুম। চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে গতকাল ৩২টিতে ভোট হয়েছে। ইভিএম রাখা হয়েছে স্ট্রংরুমে। বাইরে রাজ্য পুলিশের সশস্ত্রবাহিনী। ভিতরে সিসি ক্যামেরায় নজরদারি। গালা দিয়ে সিল করা হয়েছে স্ট্রংরুমের দরজা।
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোল। গতকাল ১০৬টি ওয়ার্ডে ভোট হয়েছে। আসানসোল পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রংরুম। চলছে প্রস্তুতি। ৭টি ঘরে ৫৩টি টেবলে দুটি ধাপে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
কাল রাজ্যের চার পুরসভার ভোটের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। বিধাননগর পুরসভার স্ট্রংরুম তৈরি হয়েছে বিধাননগর কলেজে। ৪১টি ওয়ার্ডে গতকাল ভোট হয়। স্ট্রংরুমে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।
পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। তৃণমূলের দলদাস হয়ে কাজ করার অভিযোগ। পারলে মামলা করুন, হুঁশিয়ারি প্রদেশ কংগ্রেস সভাপতির।
‘বিধানসভা ভোট তো দিল্লির নির্বাচন কমিশন করেছিল। বামেদের সঙ্গে জোট করেও তো কংগ্রেসকে শূন্যে নামিয়েছেন। এখন মহাশূন্যে বিলীন করার চেষ্টা করছেন’, কটাক্ষ কুণাল ঘোষের।
নির্দল প্রার্থী হয়ে পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের জের, ইসলামপুরে বিদায়ী পুর প্রশাসক সহ ১০ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার, জানালেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি। ‘দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্দল প্রার্থী হয়ে জিতলেও দলে স্থান নয়’, জানালেন কানাইয়ালাল আগরওয়াল। আমল দিতে নারাজ বিদায়ী পুর প্রশাসক মানিক দত্ত।
পুরভোটের আগে উলুবেড়িয়া বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন হাওড়া গ্রামীণের প্রাক্তন বিজেপি সভাপতি গৌতম রায়। তাঁর হাত ধরে প্রায় ৭০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান। ‘বিজেপিতে পুরনো কর্মীদের সম্মান নেই’, দল ছেড়ে তোপ গৌতম রায়ের। ‘প্রলোভনে তৃণমূলে যোগ, কোনও ক্ষতি হবে না’, পাল্টা বিজেপি।
তৃণমূলে যোগ অর্জুন সিংহের তিন ঘনিষ্ঠ আত্মীয়ের। টিটাগড়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসকদলে যোগ অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিংহ, ভগ্নিপতি সুনীল সিংহ ও তাঁর ছেলে আদিত্য সিংহের। সুনীল সিংহ নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গত বিধানসভা ভোটে তিনি ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী। অর্জুনের ভাইপো সৌরভ সিংহ ভাটপাড়া পুরসভার প্রাক্তন প্রধান। সুনীল সিংহের ছেলে আদিত্য বিজেপি যুব মোর্চার নেতা ছিলেন। এবারের পুরভোটে অর্জুনের তিন ঘনিষ্ঠ আত্মীয়কেই প্রার্থী করে বিজেপি।গতকাল তিনজনই প্রার্থী পদে মনোনয়ন প্রত্যাহার করেন।
‘মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার থেকে বড় হওয়ার চেষ্টা করলেই ডানা ছাঁটা হবে’, মন্তব্য অধীর চৌধুরীর।
পুরভোটের প্রথম বিতর্কিত প্রার্থী তালিকা সরাল তৃণমূল। দলের ওয়েবসাইট থেকে সরানো হল তৃণমূলের প্রার্থীদের। প্রথমে প্রকাশিত বিতর্কিত প্রার্থী তালিকা রয়ে গিয়েছিল ওয়েবসাইটে, তা নিয়ে তৈরি হয়েছিল বিস্তর বিভ্রান্তি। গতকালই জাতীয় স্তরের সব শীর্ষপদ অবলুপ্ত করেন মমতা। ২০ জনকে নিয়ে তৈরি হয় নতুন জাতীয় কর্মসমিতি। তারপরেই ওয়েবসাইট থেকে সরল তৃণমূলের বিতর্কিত প্রার্থী তালিকা।
ফের দিলীপ ঘোষ শহরে থাকাকালীন খড়গপুরে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার প্রায় ২০০ জন সদস্য। গতকাল খড়গপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটের প্রচার করছিলেন দিলীপ ঘোষ। সেইসময় ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগদান মেলায় হাজির হন বিজেপি যুব মোর্চার সদস্যরা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপস্থিতিতে তাঁরা শাসকদলে নাম লেখান। বিজেপিত্যাগীদের দাবি, বিপদে পাশে দাঁড়ানোয় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত। তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, দিলীপ ঘোষ খড়গপুরে এলেই দল ছাড়বেন বিজেপি কর্মীর। বিজেপি সাংসদের পাল্টা দাবি, পুলিশের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল।
মালদার ইংরেজবাজারে বিজেপিতে প্রার্থী অসন্তোষ। ১৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন বিজেপি নেতা, কর্মীদের। ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী রোহিত হালদার। তিনি ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বহিরাগত প্রার্থীকে ভোট নয়, এই মর্মে ১৯ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের পাশাপাশি, সোশাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা, কর্মীরা। ভোটবাক্সে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। নিজেদের মধ্যে বিরোধ এটাই গেরুয়া শিবিরের সংস্কৃতি, কটাক্ষ তৃণমূলের।
সিউড়ি ও সাঁইথিয়া। বীরভূমের ২টি পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে তৃণমূল। দুবরাজপুর পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থীরা। জয়ী প্রার্থীদের হাতে গতকাল সার্টিফিকেট তুলে দিলেন সিউড়ির মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায়। বিরোধীরা সন্ত্রাসের অভিযোগে সরব হলেও, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর দাবি, এভাবে জয় চাইনি, ভোট হোক চেয়েছিলাম।
নদিয়ার পর দক্ষিণ ২৪ পরগনা। কুলতলি থেকেও উদ্ধার অস্ত্র, গুলি। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ৩৬ নম্বর মণ্ডলের লাট এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করে বিবেক নস্কর নামে এক দুষ্কৃতীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, একটি নাইন এম এম পিস্তল ও ৪ রাউন্ড গুলি। খুনের উদ্দেশ্য নাকি অন্য কোনও কারণে অস্ত্র, গুলি মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।
মর্মান্তিক মৃত্যু ২ সন্তানের। খেলার সময়ে ইটভাটার জলের চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হয় তাদের। বিহার থেকে পুরাতন মালদায় শ্রমিকের কাজে এসে এই ঘটনা। ছেলেদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা করণ তাঁতি ও মা কিরণ দেবী। বিহারের ভাগলপুরে বাড়ি তাঁদের। ২ ছেলেকে সঙ্গে নিয়ে দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন। অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। পরে চৌবাচ্চার মধ্যে ২ সন্তানকে খুঁজে পান।
গতকাল রাতে বহরমপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তনুশ্রী ঘোষের বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। তনুশ্রী দাবির অভিযোগ ভয় দেখানোর জন্য ফাকায় ফায়ারিং করা হয় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে এই নিয়ে শাসকদলের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুরভোট মিটলেও বহরমপুরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। পুরভোটকে কেন্দ্র করে সন্ত্রাসের অভিযোগে অধীর চৌধুরীর পাল্টা থানায় ডেপুটেশন তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ও কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে গতকাল বহরমপুর থানায় ডেপুটেশন দেন তৃণমূলের শহর সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরের সাংসদ সরকারি নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে হুমকি দিচ্ছেন বলে তৃণমূলের অভিযোগ। এর আগে গতকাল দুপুরে মিছিল করে পুলিশ সুপারের অফিসে যান অধীর চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
পুরভোটের আগে নদিয়ার গয়েশপুরে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার এক। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেয় গয়েশপুর চা বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। হাতেনাতে গ্রেফতার করে আনসার আলি মণ্ডল নামে এক ব্যক্তিকে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে অস্ত্র বিক্রি করতে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় বিক্রি করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ ৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর তদারকি করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার, HRBC। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। স্ট্র্যান্ড রোড দিয়ে যাবে কলকাতা থেকে হাওড়ামুখী গাড়িগুলি। অন্যদিকে, হাওড়া থেকে কলকাতামুখী যান ব্রেবোর্ন রোড দিয়ে যাবে।
মেদিনীপুরে অসচেতনতার বলি ২। পিকনিক করতে গিয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। স্থানীয় সূত্রে খবর, গতকাল মেদিনীপুর শহরে হাতিহলকা এলাকা থেকে কয়েকজন কংসাবতীর পাড়ে পিকনিক করতে যান। রেল সূত্রে খবর, পিকনিক চলাকালীন তিনজন মত্ত অবস্থায় রেল সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। সেইসময় লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাক আলি খান ও আবির গায়েন নামে দুই ব্যক্তির। এই ঘটনায় রেলের নজরদারি ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনা এড়াতে ও সচেতনতা বাড়াতে তাদের তরফে নিয়মিত প্রচার চালানো হয়
২ দিনে ৪ ডিগ্রি নামল পারদ। রাজ্যজুড়ে ফের শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।
নারকেলডাঙায় দোতলা বাড়িতে আগুন। রাত সাড়ে ১০টা নাগাদ পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। ঘিঞ্জি এলাকা হওয়ায় সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। শেষপর্যন্ত ৮টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের।
বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎসজীবীর, স্থানীয় সূত্রে খবর আজ সকালে মৈপীঠ কোস্টাল থানার নগেনাবাদ গ্রামের বাসিন্দা পঞ্চু মুন্ডা (৫০) ও তার স্ত্রী ও দুই সঙ্গীকে নিয়ে আজ সকালে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায়, বিকালে হঠাৎ বাঘ এসে তার ঘাড়ে আক্রমণ করে ও জঙ্গলে টেনে নিয়ে যায়, সঙ্গী মৎসজীবীরা চিৎকার করলে বাঘ পঞ্চু মুন্ডাকে ছেড়ে দেয়, তাকে উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
প্রেক্ষাপট
৪ পুরসভা ভোটের (Municipal Election) মধ্যেই বিজেপিতে (BJP) বড় ধাক্কা। অর্জুন সিংহর (Arjun Singh) একাধিক আত্মীয়র বিজেপি ত্যাগ। পুরভোটের মনোনয়ন প্রত্যাহার করে দলত্যাগের ঘোষণা। বিজেপি ত্যাগ করলেন অর্জুন সিংহর ভাইপো সৌরভ সিংহ। ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছিলেন সৌরভ। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার সৌরভের। বিজেপি ত্যাগের ঘোষণা অর্জুনের অপর আত্মীয় সুনীল সিংহ ও তাঁর ছেলের।বিজেপি ছেড়েই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ। চিনতে ভুল করেছিলাম, দলে আনা ভুল ছিল, প্রতিক্রিয়া অর্জুন সিংহর।
তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়। জাতীয় কর্মসমিতিতে মলয় ঘটক, অনুব্রত মণ্ডল, গৌতম দেব। জাতীয় কর্মসমিতিতে নাম রয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, বুলুচিক বরাইকের। জাতীয় কর্মসমিতিতে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার। জাতীয় কর্মসমিতিতে নাম রয়েছে রাজীব ত্রিপাঠীর। জানালেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, কর্মসমিতির পদাধিকারীদের নাম পরে ঘোষণা করবেন তৃণমূল নেত্রী
বসন্তের আগেই থেমেছে কোকিল কণ্ঠ। ২৮ দিনের লড়াই শেষে নশ্বর থেকে অবিনশ্বরে গিয়েছেন লতা মঙ্গেশকর। সেই শোক গ্রাস করেছিল হাওড়ার জগৎবল্লভপুরের প্রত্যন্ত এলাকার বাসিন্দা অমর বিলুইকেও। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে তিনি যেন মাতৃহারা। মায়ের মৃত্যুর পর লতাকে মায়ের আসনেই বসিয়েছিলেন অমরবাবু। কোকিলকন্ঠীর মৃত্যুর পর তাই হিন্দু ধর্ম মেনেই পারলৌকিক কাজ, শ্রাদ্ধানুষ্ঠান শেষ করলেন হাওড়ার বাসিন্দা।
চন্দ্রিমা ভট্টাচার্যের ট্যুইটার হ্যান্ডেলের কভারে এক ব্যক্তি এক পদের সমর্থনে পোস্টার। না জানিয়ে পোস্টার দিয়েছে আইপ্যাক, অভিযোগ মন্ত্রীর। মিথ্যা বলছেন, ট্যুইট ভোট কুশলী সংস্থার।
রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল। ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’, ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ ,ট্যুইটে জানালেন রাজ্যপাল
বিধাননগরে পুরনির্বাচনের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। বিধাননগরের ৩২ নম্বর ওয়ার্ডের ১৮৭ এবং ১৮৮ নম্বর বুথে সকাল থেকেই বহিরাগতদের আনাগোনা এবং ছাপ্পা ভোটের খবর আসে। দুপুর ২টা নাগাদ এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে গিয়ে হাতেনাতে একজন ভুযো ভোটারকের ধরেও ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে আবার কয়েকজন বহিরাগতকে চিহ্নিত করার পরই প্রায় ২০-২৫জন মিলে ঘিরে ধরে এবিপি আনন্দের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়। ধস্তা-ধস্তির সময় হাত মুচড়ে, মুখি ঘুঁষিও মারা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -