West Bengal News Live Updates: শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে জওয়াদ
WB News Live Updates: শেষমুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির ২ প্রার্থী। ১৩৩, ১৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। দেখুন রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট...
শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে জওয়াদ। ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও জওয়াদের প্রভাবে দিঘায় উত্তাল সমুদ্র, সঙ্গে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিক ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে জওয়াদ। আজ মাঝরাতে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আজ ও কাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অভিযোগ পেয়ে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে জলাভূমি ভরাট বন্ধ করলেন পুর প্রশাসক। বাজয়াপ্ত করা হয়েছে বালি ভর্তি ডাম্পার ও মাটি কাটার সরঞ্জাম। নাটক করছে, কটাক্ষ বিজেপি সাংসদ অর্জুন সিংহর।
ইন্দপুর থানার ছত্রবাদে একটি বেসরকারি বাস উল্টে জখম হলেন প্রায় দশ জন। আজ বিকালে গোপালপুর থেকে বাসটি বাঁকুড়ার দিকে যাওয়ার সময় ইন্দপুর থানার ছত্রবাদের কাছে একটি বাঁকের মুখে বাস উল্টে জখম হন মোট ১০ জন যাত্রী। আহতদের প্রাথমিক ভাবে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
জওয়াদের প্রভাব, সঙ্গে অমাবস্যার কটাল। জোড়া ধাক্কায় কোথাও ভাঙল নদীবাঁধ। কোথাও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকল গ্রামে। তার ফলে দুর্ভোগ বাড়ল গোসাবা, সাগর ও মৌসুনি দ্বীপে। সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধ রাখা হয় ফেরি সার্ভিস
ঘূর্ণিঝড় জওয়াদ পরিণত হয়েছে নিম্নচাপে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কাল বিকেলের পর থেকে কমবে হাওয়ার গতি। মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার
ন্যাজাট থেকে কালীনগর যাওয়ার পথে আচমকাই উল্টে গেল পণ্যবাহী নৌকা। জলে ঝাঁপ নৌকায় থাকা ৪-৫ জনের। তাদেরকে উদ্ধার করা গেলেও ভর্তি করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে।
আবার দুর্যোগের ধাক্কা। নদীবাঁধ ভেঙে ভাসছে নামখানার মৌসুনি দ্বীপের একাংশ। বাঁধ মেরামতি নিয়ে প্রশাসনের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ মৌসুনি দ্বীপের বাসিন্দারা। সমুদ্র বাঁধ উপচে প্লাবিত হয়েছে সাগরের মহিষমারি গ্রাম।
জওয়াদের জের সঙ্গে অমাবস্যার কটাল। সাগরে প্রবল জলোচ্ছ্বাস, প্লাবিত গ্রাম। দিঘায় অশান্ত সমুদ্র, পর্যটকশূন্য মন্দিরমণি-বকখালি-উদয়পুর। মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।
কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর থেকে পুরসভায় ফোন। বিবেকানন্দ রোডে উপড়ে গেল গাছ। খোলা বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম। জল জমার সম্ভাবনা নেই, দাবি ফিরহাদের।
জওয়াদের প্রভাবে বাংলায় আজ ও কাল ভারী বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দমকল। কলকাতা পুলিশ, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ, জানালেন দমকলমন্ত্রী সুজিত বসু।
জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। সাগরের কচুবেড়িয়ায় মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকা। নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। অন্যদিকে, আজ সকালে মৌসুনি দ্বীপে চিনাই নদীর বাঁধের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত ‘জওয়াদ’।গভীর নিম্নচাপ হয়ে পুরীতে পৌঁছল ‘জওয়াদ’।পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতায় জওয়াদের জেরে জল জমার সম্ভাবনা নেই। বললেন ফিরহাদ।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সতর্কতামূলক প্রচারে নামলেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল। এদিন গোমর নদীতে নৌকায় চড়ে পরিদর্শনের সময় হাতজোড় করে স্থানীয় মত্স্যজীবীদের কাছে মাছ ধরায় বিরত থাকার আবেদন জানান তিনি।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুরসভার তরফে জানানো হয়েছে, চালু রয়েছে কলকাতার সবক’টি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে, দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়েছে।
অমাবস্যার কটালের জেরে সুন্দরবনের একাধিক নদীর জলস্তর বেড়েছে। বিদ্যাধরী নদীতে বাঁধের কানায় কানায় জল। যে কোনও মুহূর্তে বাঁধ উপচে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। গোসাবায় কোরানখালি নদীর বাঁধের একাংশ ভেঙে প্লাবিত কুমীরমারির দক্ষিণপাড়া এলাকা। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ।
বৃষ্টি বাড়ায় বাড়ছে গঙ্গার জলস্তর। এদিন হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায়। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, যে কোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি, যাত্রী সংখ্যা কম থাকায়, এদিন বন্ধ করে দেওয়া হয় কলকাতা ও হাওড়ার মধ্যে ফেরি চলাচল
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে ‘পুরী থেকে ৭০ কিলোমিটার দূরে জওয়াদ।আগামী ৩ ঘণ্টায় শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে।উত্তর ও উত্তর পূর্ব দিক ধরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে। আজ মধ্যরাতে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।’
হলদিয়ায় বাড়ছে হলদি নদীর জলস্তর। সতর্ক প্রশাসন। বন্ধ করা হল হলদিয়া-নন্দীগ্রাম ফেরি সার্ভিস।
শক্তি খুইয়ে ঘূর্ণিঝড় জওয়াদ এখন নিম্নচাপ। রাজ্যের উপকূলবর্তী এলাকাজুড়ে অবিরাম বৃষ্টি। ফুঁসছে দিঘার সমুদ্র। ওড়িশা উপকূল ধরে আজই নিম্নচাপ পৌঁছবে পুরীর কাছে। আগামীকাল বাংলার উপকূলে পৌঁছনোর আগে আরও দুর্বল হবে নিম্নচাপ।
এক্সাইড মোড়ের ছায়া বীরভূমের ইলামবাজারে। চোর সন্দেহে এক ব্যক্তিকে ক্লাবে এনে লাথি পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের। ইলামবাজারের শালডাঙা গ্রামের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয়দের দাবি, সরকারি নথি জাল করে বিদ্যুতের খুঁটি কেটে নেওয়ার কাজ করছিল ৫ জন। সন্দেহভাজনদের ধরে এনে স্থানীয় ক্লাবে আটকে রেখে ইলামবাজার থানায় খবর দেন স্থানীয়রা। এরপর ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক সন্দেহভাজনকে লাথি মারছেন এক পুলিশ কর্মী, সঙ্গে ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। পরে অভিযুক্ত পাঁচজনকে আটক করে পুলিশ। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, ওই পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এসডিপিও-কে।
বৃষ্টিতে উত্তর কলকাতার বিবেকানন্দ রোডে রাস্তায় উপড়ে পড়ে গাছ। দ্রুত গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন কলকাতা পুরসভার কর্মীরা।
জওয়াদের জেরে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের যাত্রাপথ বদল। কাল আকাশপথের পরিবর্তে ট্রেনে মালদা যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জে দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক। বুধবার প্রথমে মালদা, পরে বহরমপুরে প্রশাসনিক বৈঠক। কাল তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
জওয়াদের কথা মাথায় রেখে সল্টলেকে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম খোলা রয়েছে। সমস্ত জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ রাখছেন কন্ট্রোল রুমের কর্মীরা
জওয়াদের আশঙ্কায় আজ ৩৮টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বাতিল করা হয়েছে, হাওড়া-হায়দরাবাদ এক্সপ্রেস, হাওড়া-এমজিআর চেন্নাই মেল, হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-ভাস্কো দা গামা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সতর্কতামূলক প্রচারে নামলেন গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল। এদিন গোমর নদীতে নৌকায় চড়ে পরিদর্শনের সময় হাতজোড় করে স্থানীয় মত্স্যজীবীদের কাছে মাছ ধরায় বিরত থাকার আবেদন জানান তিনি।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে, দ্রুত নিকাশির ব্যবস্থা করা হয়েছে। >
সকাল থেকে বকখালিতে মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ঘূর্ণিঝড় জওয়াদের বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা কেটে যাওয়ায়, সমুদ্রে নেমে পড়েছেন পর্যটকরা।
জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকা। অন্যদিকে, আজ সকালে মৌসুনী দ্বীপে চিনাই নদীর বাঁধের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি। নীচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমায় নৌকায় চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি। নীচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমায় নৌকায় চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।
ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। তার জেরে গতকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি। আজও বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দেহ মিলল নিঁখোজ পুলিশ আধিকারিকের। গত বুধবার দুপুর নাগাদ জয়গাঁও থানা থেকে বাইকে চেপে ডিউটিতে যান। হাসিমারা যাওয়ার পথেই নিখোঁজ হয়েছিলেন এএসআই রতন কুমার কর (৫২)। আজ সকালে এশিয়ান হাইওয়ের বিচ চা বাগান সংলগ্ন হাইওয়ে এবং চা বাগানের মাঝে ঝোপের মধ্যে বাইক-সহ দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সুপার ভোলানাথ পান্ডে সহ সমস্ত আধিকারিক ঘটনাস্থল ব্যারিকেড করে তদন্তের কাজ করছেন।
পর্যটকশূন্য মন্দারমণি। সকাল থেকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাইকে প্রচার চালাচ্ছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দিঘা, কাকদ্বীপ থেকে কলকাতা। সকাল থেকে শুরু বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা। উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার।
শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জওয়াদ। আজ দুপুর নাগাদ তা পুরীর কাছে ওড়িশা উপকূলে পৌঁছবে। বর্তমানে বিশাখাপত্তনম থেকে ১৮০, গোপালপুর থেকে ২০০, পুরী থেকে ২৭০ ও পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ওড়িশা উপকূল ধরে বাংলার দিকে এগোলেও আগামী ১২ ঘণ্টায় ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। যদিও এর প্রভাবে গতকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবারও বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের।
শেষমুহূর্তে মনোনয়ন প্রত্যাহার করলেন বিজেপির ২ প্রার্থী। ১৩৩, ১৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তাঁদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। এব্যাপারে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রেক্ষাপট
দেশজুড়ে ওমিক্রন (Omicron) আতঙ্কের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) ২ জন করোনা (Coronavirus) রোগীর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক। হাসপাতালে ভর্তি ১৩ জন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ানে সফর করেছেন, এমন যাত্রীদের নিয়ে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছেন দার্জিলিঙের (Darjeeling) জেলাশাসক। কঠোরভাবে করোনাবিধি পালনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ শিল্পাঞ্চলে জমি জটে আটকে বেসরকারি হাসপাতাল তৈরির কাজ। সংস্থার অভিযোগ, জমি অধিগ্রহণ করেও এলাকার আদিবাসীদের বাধায় কাজ করতে পারছেন না তাঁরা। আদিবাসীদের অভিযোগ, তাঁদের যাতায়াতের রাস্তা দখল করছে বেসরকারি সংস্থা। জমির মালিকানার নিষ্পত্তি করে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ট্রমা কেয়ার সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যাণ সমিতি। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, রাজ্যের চক্ষু চিকিত্সার একমাত্র সরকারি হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজির ৮৮ বছরের পুরনো ভবন ভেঙে তৈরি হবে ট্রমা কেয়ার সেন্টার। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
নামী সংস্থার মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। কেষ্টপুর থেকে গ্রেফতার ৩ জন। KYC আপডেট করার নামে অ্যাপ ইনস্টল করিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ লেকটাউনে। বিহারের গয়া থেকে গ্রেফতার এক অভিযুক্ত।
তৃণমূলের কড়া বার্তার পরেও মনোনয়ন প্রত্যাহার করলেন না ২ বিক্ষুব্ধ। তৃণমূলের টিকিট না পেলেও, ৬৮ নম্বর ওয়ার্ডে জোড়া পাতা প্রতীকেই লড়বেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে লড়াই করবেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে নই, প্রার্থীর বিরুদ্ধে, দাবি ২ নির্দল প্রার্থীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -