West Bengal News Live Updates: দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বীরভূমে তৃণমূল বনাম তৃণমূল

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 02 Jan 2023 12:00 AM
WB Live News Updates: দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বীরভূমে তৃণমূল বনাম তৃণমূল

দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বীরভূমে তৃণমূল বনাম তৃণমূল। সাঁইথিয়ার ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক পঞ্চায়েতের উপপ্রধান। 'নকল কয়েন ব্যবসায়ী, বারুদ সরবরাহকারীদের পঞ্চায়েতে প্রার্থী করছেন ব্লক সভাপতি', ভাইরাল মাঠ পলসা পঞ্চায়েতের উপপ্রধানের মন্তব্য। 

West Bengal News LIVE Updates: নজর মমতা-বার্তায়

কাল নজরুল মঞ্চে তৃণমূলের বিশেষ কর্মিসভা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নতুন প্রচার কর্মসূচির সূচনা করবেন তৃণমূল নেত্রী। উন্নততর তৃণমূল গড়ার লক্ষ্যে শুদ্ধকরণের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। 

WB Live News Updates: আক্রমণ-পাল্টা আক্রমণ

দুর্নীতিগ্রস্তরা পঞ্চায়েতে টিকিট পাবে না। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এমনই মন্তব্য় করলেন, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তবে কি দুর্নীতি স্বীকার করে নিচ্ছেন? কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

West Bengal News LIVE Updates: বছর শেষের রাতে আলিপুরদুয়ারে অজানা গ্যাসের আতঙ্ক

বছর শেষের রাতে আলিপুরদুয়ারে অজানা গ্যাসের আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধেয় বীরপাড়া থানার এলাকার সরুগাও গ্রামে আচমকা কটূ-ঝাঁঝাল গ্যাসের গন্ধ পাওয়া যায়। তীব্র শ্বাসকষ্টের সমস্যা হওয়ায়, এক গর্ভবতী মহিলা-সহ ৮ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতালসূত্রে দাবি, তাঁদের মধ্যে ৬ জনকে অক্সিজেন দেওয়ার পর ছেড়ে দিলেও ২ জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই বিষাক্ত গ্যাসের উৎস কী, জানতে তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।  

WB Live News Updates: অভিষেকের চাকরি-আশ্বাস

আমাদের দল ও সরকার চায় সবার চাকরি হোক। বর্ষবরণের দিনও যখন আন্দোলনে রাস্তায় চাকরিপ্রার্থীরা, তখন এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, আদালতে মামলার প্রসঙ্গ টেনে বিরোধীদের নিশানা করেন তিনি। পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। 

West Bengal News LIVE Updates: নতুন বছরের প্রথম দিন ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা

আড্ডায়-আনন্দে-উত্সবে নতুন বছরকে স্বাগত জানাল রাজ্যবাসী। নতুন শপথকে সামনে রেখে পথ চলা শুরু আরও একটা বছরের। বড়দিনের মতো নতুন বছরের প্রথমদিনও শীতের আমেজ থাকল নামমাত্র। 

WB Live News Updates: নতুন বছরের প্রথম দিনেই বোমা-বিদ্ধ শৈশব

নতুন বছরের প্রথম দিনেই বোমা-বিদ্ধ শৈশব। বল ভেবে খেলতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় বোমা ফেটে জখম হল ৯ বছরের বালক। গুরুতর জখম শিশুকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মাথাভাঙার কেদারহাট এলাকায় কালভার্টের নীচে বোমা রাখা ছিল। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৯ বছরের বালক আহত হয়। এলাকা ঘিরে রেখেছে মাথাভাঙা থানার পুলিশ। এর আগেও একাধিক জেলায় বোমা ফেটে শিশু মৃত্যু বা গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। 

West Bengal News LIVE Updates: বর্ষবরণের রাতে ই এম বাইপাসে দুর্ঘটনা

বর্ষবরণের রাতে ই এম বাইপাসে দুর্ঘটনা। অজয়নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা গাড়ির। এয়ারব্যাগ খুলে কোনওক্রমে রক্ষা এক মহিলা সহ ৩ আরোহীর। চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের

WB Live News Updates: বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি

বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন বেপরোয়া গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ কর্মী। গাড়িচালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে। দু'দিন আগেই অজয়নগরে নাকা চেকিংয়ের সময় আক্রান্ত হয় পুলিশ।
হেলমেটহীন বাইক আটকালে মত্ত যুবকদের হাতে আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট।

West Bengal News LIVE Updates: নিউ ইয়ারে নিউটাউনে 'হিট অ্যান্ড রান', মৃত্যু ছাত্রের

নিউ ইয়ারে নিউটাউনে 'হিট অ্যান্ড রান', মৃত্যু ছাত্রের। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রের। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরোতেই বেপরোয়া গাড়ির ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা

WB Live News Updates: বছরের প্রথম দিন আলিপুর চিড়িয়াখানায় ভিড়

বছরের প্রথম দিন আলিপুর চিড়িয়াখানায় ভিড়। শিম্পাঞ্জি বাবুর খাঁচা থেকে শুরু করে বাঘের এনক্লোজারের চারপাশে বহু মানুষ দাঁড়িয়ে। কচিকাঁচাদের পাশাপাশি বড়দের উৎসাহও দেখার মতো। পশু-পাখি দেখার পাশাপাশি চলছে খাওয়াদাওয়া। 

West Bengal News LIVE Updates: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দৃঢ় করার বার্তা তৃণমূল নেত্রীর। 'দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য', দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা তৃণমূল নেত্রীর

WB Live News Updates: কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখুন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের

কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখুন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেকের। 'কালকের বৈঠকে দলীয় সাংসদ, বিধায়ক, নেতা-কর্মীদের দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়', সেই নির্দেশ মেনে আগামীদিনে কাজ করতে আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাব, মন্তব্য অভিষেকের

West Bengal News LIVE Updates: ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আলাদা আলাদা ধর্নামঞ্চে বসে চাকরিপ্রার্থীরা

নতুন বছরের প্রথম দিনটা বাংলাজুড়ে যখন উৎসবের মেজাজ, তখন ওঁদের দিন কাটছে পথেই। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে আলাদা আলাদা ধর্নামঞ্চে বসে চাকরিপ্রার্থীরা। 

WB Live News Updates: সত্যের সঙ্গে থাকুন, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বার্তা অভিষেকের

তৃণমূল কংগ্রেস ও সরকার চায় সকলের চাকরি হোক, চাকরিপ্রার্থীদের পিছনে সিপিএমের সিপিএমের কিছু আইনজীবী আছেন', সত্যের সঙ্গে থাকুন, আন্দোলনরত চাকরিপ্রার্থীদের বার্তা অভিষেকের

West Bengal News LIVE Updates: 'জয় শ্রীরাম বলে কি রান্নার গ্যাসের দাম কমবে?' প্রশ্ন অভিষেকের

ভোট এলেই বাংলার কথা মনে পড়ে কারও কারও', হাওড়া স্টেশনে সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান-বিতর্ক। 'রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, জয় শ্রীরাম বলে কি রান্নার গ্যাসের দাম কমবে?'

WB Live News Updates: 'পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে', জানালেন অভিষেক

'পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে। অশান্তি করলে ফল ভাল হবে না। দেশকে পথ দেখাবে বাংলা', তৃণমূল ভবনের উদযাপনে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News LIVE Updates: 'তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী'

'তৃণমূলই সরকার, তৃণমূলই বিরোধী। রাজ্যে বিরোধী বলে আর কিছু নেই', বিস্ফোরক দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 'মানুষের জন্য কাজ তৃণমূলই করে। কোথাও ভুল হলে তার সংশোধনও তৃণমূলই করে। বাকি জনভিত্তিহীন, অশুভ শক্তির কোনও জায়গা নেই', তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মন্তব্য কুণাল ঘোষের

WB Live News Updates: খড়দায় ফের বোমাবাজি, বর্ষবরণের রাতে খড়দায় টাটা গেট এলাকায় পড়ল বোমা

খড়দায় ফের বোমাবাজি। বর্ষবরণের রাতে খড়দায় টাটা গেট এলাকায় বোমাবাজির ঘটনা। তৃণমূল কার্যালয়ের কাছেই পড়ল বোমা। কে বা কারা বোমা ছুড়ল, তদন্তে পুলিশ। 

WB Live News: নতুন বছরের প্রথম দিনই নিক্কো পার্কে ভিড়

নতুন বছরের প্রথম দিনই নিক্কো পার্কে ভিড়। কচিকাঁচাদের নিয়ে টিকিট কাউন্টারে লম্বা লাইন। 

WB Live News Updates: মাথাভাঙায় বোমা ফেটে জখম ৯ বছরের বালক

নতুন বছরের প্রথম দিনেই বোমা-বিদ্ধ শৈশব। বল ভেবে খেলতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় বোমা ফেটে জখম হল ৯ বছরের বালক। গুরুতর জখম বালককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

WB Live News: লেক কালীবাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়

লেক কালীবাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। সারা বছর যাতে ভালভাবে কাটে, সেই কামনায় মাতৃমূর্তি দর্শন করে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা

WB Live News Updates: জঙ্গলমহল ঝাড়গ্রামে পর্যটকদের ভিড়, জমে উঠেছে পিকনিক

জঙ্গলমহল ঝাড়গ্রামে পর্যটকদের ভিড়। নতুন বছরের প্রথম দিন ডিয়ার পার্কে চলছে ঘোরাঘুরি। জমে উঠেছে পিকনিক। বেলপাহাড়ি-সহ ঝাড়গ্রামের দর্শনীয় জায়গাগুলিতে পর্যটকরা ভিড় জমিয়েছেন। 

WB Live News: হুগলির ব্যান্ডেলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

নতুন বছরের শুরুতেই রাজনৈতিক অশান্তি। হুগলির ব্যান্ডেলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গতকাল মাঝরাতে ব্যান্ডেলের বালিকাটায় পার্টি অফিসে হামলা চালানো হয়।

WB Live News Updates: আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক

আবাস-বিতর্কে বিডিও-কে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক। গতকাল দলীয় সভা থেকে রীতিমতো হুমকির সুরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, দোতলা বাড়ির মালিক আবাস যোজনার সুবিধা পেলে বিডিও-র চাকরি থাকবে না। বিধানসভায় দাঁড়িয়ে সেই অভিযোগ তুলে বিডিও-কে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। 

WB Live News: অঙ্গনওয়াড়ির জায়গায় তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস! ঝোলানো হল তালা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জায়গায় তৈরি হয়েছে তৃণমূলের পার্টি অফিস। এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। দলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূল কর্মীদের একাংশ। আর এই নিয়েই বছরের প্রথম দিন প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীবিবাদ। 

WB Live News Updates: সায়েন্স সিটির কাছে ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির

বর্ষবরণের রাতে সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন ট্রাফিক কনস্টেবলকে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির। পাঁজরে গুরুতর আঘাত লেগেছে তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তীর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সায়েন্স সিটির কাছে নাকা তল্লাশি চলাকালীন বেপরোয়া গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশ কর্মী। গাড়িচালক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে। 

TMC Foundation Day: ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, উত্তর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা

পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দলের জন্মদিনে ২১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উত্তর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শশী পাঁজা। নিমতলা থেকে শুরু হয়েছে মিছিল। ধামসা-মাদল নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শোভাযাত্রায় অংশ নিয়েছেন লোকশিল্পীরা। 

Kalpataru Utsav: শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব

শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরেও পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ভোরে মঙ্গলারতি দিয়ে সূচনা হয়। সারাদিন ধরে চলবে পুজোপাঠ।

Kalpataru Utsav: কল্পতরু উৎসবে ভক্ত সমাগম দক্ষিণেশ্বরেও

বছরের প্রথম দিন পালিত হচ্ছে কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘তোমাদের চৈতন্য হোক’৷এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব৷ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল নেমেছে। মঙ্গলারতি বা দীপারতি দিয়ে দিনের সূচনা হয়েছে। এরপর রীতি মেনে মায়ের পুজো হবে। বছরের প্রথম দিন মায়ের দর্শন পাওয়ার আশায় ভোর থেকে লাইন দিয়েছেন ভক্তরা। ২ বছরের করোনা-কাল কাটিয়ে এই প্রথম পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব হচ্ছে। ফলে প্রচুর ভক্ত সমাগম হবে বলে মনে করছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ।

Weather Live Update: নতুন বছরের প্রথম দিন ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা

নতুন বছরের প্রথম দিন ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কুয়াশাচ্ছন্ন ভোর, বেলা গড়ালে পরিষ্কার আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আগামী কয়েকদিন এ রকমই থাকবে আবহাওয়া। শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WB Live News Updates: কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম

কল্পতরু উৎসব উপলক্ষ্যে সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে ভক্ত সমাগম হয়েছে। বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আর্শীবাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নতুন বছর যাতে মঙ্গলময় হয়, সে জন্য বছরের প্রথম দিনে ভক্তরা এসেছেন পুজো দিতে। ২ বছরের করোনার জন্য কল্পতরু উৎসব পালন করা সম্ভব হয়নি। এবার তাই ভক্তদের ভিড় বেড়েছে। 

WB Live News: ইএম বাইপাসের অজয়নগর মোড়ে দুর্ঘটনা

বছরের প্রথম দিন ইএম বাইপাসের অজয়নগর মোড়ে দুর্ঘটনা। বিলাসবহুল গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

WB Live News Updates: অভিনেত্রী রিয়া কুমারী হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ঝাড়খণ্ড যেতে পারে

অভিনেত্রী রিয়া কুমারী হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ এবার ঝাড়খণ্ডে যাবে বলে সূত্রের খবর। ৩ দিন কেটে যাওয়ার পরও এই হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে ধোঁয়াশা কাটেনি। পাওয়া যায়নি খুনে ব্যবহৃত অস্ত্র

WB Live News: আজ হাওড়া থেকে যাত্রী পরিষেবা শুরু করছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত

ট্রায়াল রানের পর উদ্বোধনী যাত্রাও শেষ হল নির্বিঘ্নে। আজ হাওড়া থেকে যাত্রী পরিষেবা শুরু করছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। ইতিমধ্যেই শেষ হাওড়া-এনজেপি প্রথম দিনের টিকিট। ট্রেন ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা দেখে খুশি রেল কর্তৃপক্ষ। 

প্রেক্ষাপট

কলকাতা: বিদায় ২০২২, স্বাগত ২০২৩ (Nee Year 2023)। আতসবাজির রোশনাইয়ে নতুন বছরকে স্বাগত জানাল কলকাতা। আরও একটি বছর শেষ। নতুন বছর শুরুর আনন্দে মাতোয়ারা বাংলা (West Bengal News Live Updates)।


অন্য দিকে,  বর্ষবরণের দিনই কলকাতায় প্রচুর মাদকের হদিশ মিলল। এন্টালিতে অভিযান, ৫ কোটি টাকার হেরোইন-সহ নদিয়ার বাসিন্দা গ্রেফতার। কোথায়, কার কাছে পাচার? তদন্তে এসটিএফ।

নতুন বছরে আরও দামি বাণিজ্যিক রান্নার গ্যাস (Commercial LPG Cylinder)। ২৪ টাকা বেড়ে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। অপরিবর্তিত ১৪ কেজির সিলিন্ডারের দাম।

আবাসে দুর্নীতি (Awas Yojana) নিয়ে তোলপাড়ের মধ্যেই জলপাইগুড়িতে তৃণমূল (TMC) সভানেত্রীর দাওয়াই। "পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, সব জায়গায় তৃণমূল। তাই ঘর পেতে হলে তৃণমূলই করতে হবে", মন্তব্যে বিতর্ক।


বিজেপি (BJP) নয়, আবাসে ঘর পেতে তৃণমূল করার ফরমান জলপাইগুড়ি তৃণমূল সভানেত্রীর। দলের কথা নয়, দাবি কুণালের। প্রকল্পের টোপ দিয়ে ভোট টানার চেষ্টা, কটাক্ষ বিজেপির।

 আবাস-বিক্ষোভে হামলার অভিযোগ, পাল্টা এবার থানা জ্বালিয়ে, পুলিশ পেটানোর ফরমান বিজেপি বিধায়কের। বললেন, "থানা জ্বালিয়ে দিন। ওসি-আইসির মাথা ফাটিয়ে দিন।"


অনুব্রতর সুরে পুলিশকে বিজেপি বিধায়কের হুমকি। হিংসায় উস্কানির অভিযোগে থানায় নালিশ তৃণমূল। বহু অভিযোগেও নিষ্ক্রিয় পুলিশ, হতাশার বহিঃপ্রকাশ, সাফাই বিজেপির।

"জয় শ্রীরামে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন", মুখ্যমন্ত্রীর সামনে স্লোগান-বিতর্কে কটাক্ষ দিলীপের। "রামকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক বিজেপি," পাল্টা কুণাল।

অভিষেকের গড়ে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস। ডায়মন্ড হারবারকে সন্ত্রাসের গড় বলে আক্রমণ অধীরের। কংগ্রেসের ব্যর্থ সভাপতি বলে পাল্টা কটাক্ষ কুণালের।

হাইস্কুলের শিক্ষক, শাশুড়ির নাম আবাস-তালিকায়! অভিযুক্ত বাঁকুড়ার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। বাড়ি পাবেন না, বিতর্ক সামনে আসতেই জানালেন বিডিও।

আবাস দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে নন্দকুমারে গ্রেফতার সিপিএম-এর জেলা সম্পাদক। প্রতিবাদে বিক্ষোভ নন্দীগ্রামে। অন্ডাল থানা ঘেরাও। দুর্গাপুরে Rally।

দুর্নীতির অভিযোগে জেলা সহ-সভাপতির অপসারণ-হুমকির পরেই সাঁইথিয়া থানার ওসি বদলি রামপুরহাটে। রুটিন বদলি, রাজনীতির যোগ নেই, বিতর্কের মুখে দাবি তৃণমূল নেতৃত্বের।


পঞ্চায়েত ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সমবায় সমিতি পুনর্দখল তৃণমূলের। সন্ত্রাসের আবহ তৈরি করায়, প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, দাবি বিজেপির।
শাসকের নিরঙ্কুশ-সমবায়

নাগরিকত্ব থাকলে কেন ৭১-র আগের দলিল চাওয়া হয় মতুয়াদের কাছে? সিএএ চালুর হুঙ্কার দিয়ে ফের শুভেনদুর নিশানায় মমতা। শুধুই ভুল বোঝাচ্ছেন, পাল্টা তৃণমূল।
সিএএ-সংঘাত

বাগনানে অভিনেত্রী খুনের ৪দিনের মধ্যেই ফের জাতীয় সড়কে দুষকৃতী হামলা! উলুবেড়িয়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্কেই ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করে কন্টেনারের চালকের সর্বস্ব লুঠের অভিযোগ
ফের হাইওয়েতে 'হামলা'!

 ৩দিন পার। বাগনানের জাতীয় সড়কে রাঁচির অভিনেত্রী খুনে এখনও রহস্য। স্বামী-দেওর গ্রেফতার হলেও কোথায় অস্ত্র, মোটিভই বা কী? ঝাড়খণ্ড যেতে পারে পুলিশ।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.