WB Live News Updates: অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
অ্যাডিনো আতঙ্কের মাঝেই ফের শিশুমৃত্যু। বিসি রায় হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যু। জ্বর-সর্দি নিয়ে ভর্তি করা হয় ১৪ মাসের শিশুটিকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু, জানালেন চিকিৎসকেরা। ২ মাসে বেসরকারি মতে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জন।
মুর্শিদাবাদের নগর এলাকায় আতসবাজির দোকানে বিধ্বংসী আগুন। স্থানীয় সূত্রে খবর,দোল উপলক্ষে রাস্তায় বাজি পাঠানোর সময় বাজির আগুন ছিটকে গিয়ে পড়ে আগুন লেগে যায় আতসবাজির দোকানে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে দোকানে। দোকানের সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে। ঘটনায় একজন জখম হয়েছেন।
শহরে ফের যকের ধনের হদিশ, উদ্ধার কোটি কোটি টাকা। নিউটাউনে কল সেন্টারে পুলিশের হানা, উদ্ধার টাকার পাহাড়। ৩ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার।
হোলির ছুটির দিনে ক্যাম্পাসে জলে ডুবে ছাত্র মৃত্যু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারের সদ্য প্রাক্তনের মৃত্যু
কোলাঘাটের নোনাচক গ্রামে পেট্রোল-ডিজেলের গোডাউনে আগুন । মজুত করা তেল বেআইনিভাবে বিক্রির অভিযোগ। মজুত তেলে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই বাড়ির মধ্যে থাকা ২টি বাইক ও সরঞ্জাম। অগ্নিকাণ্ডে তেলের ট্যাঙ্ক ফেটে ভয়ঙ্কর শব্দ। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। বেপাত্তা বাড়ির মালিক, অসুস্থ ১, ভর্তি করা হয়েছে হাসপাতালে।
আগামী ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই (SFI)। মূলত, রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবি সামনে রেখে বিধানসভা অভিযানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএ-র দাবিতে (DA) অনশন আন্দোলনের ২৭ দিন। আর এবার ধর্ণা মঞ্চে অসুস্থের তালিকায় আরও একজন। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হল সল্টলেকের হার্ট ক্লিনিকে।
ধূপগুড়ি শহরের সুপার মার্কেটে বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলছে দোকান এবং গোডাউন। ঘটনাস্থলে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ও পুলিশ।
দুর্গাপুরে পরিবহণ ব্য়বসায়ী খুনের কিনারা করল পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার হলেন মৃতের প্রাক্তন প্রেমিকা ও তাঁর প্রেমিক।পুলিশের দাবি, পরিবহণ ব্যবসায়ী অবিনাশ ঝায়ের সঙ্গে একসময় সম্পর্ক ছিল আফরিন খাতুনের। বিচ্ছেদ ঘটলেও, প্রাক্তন প্রেমিকা ও তাঁর বর্তমান প্রেমিক বিট্টু সিংয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন যোগাযোগ রাখতেন করে প্রায়ই টাকা চাইতেন আফরিন ও বিট্টু।
রক্তদান শিবিরের জন্য ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায়, নার্সিংহোমের মালিককে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। ভাইস চেয়ারম্যান থাকাকালীন ওই নার্সিংহোমের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের।
সিংগুরের ছিনামোড় সমবায় সমিতি থেকে টাকা তোলার হিড়িক পড়ে গেছে গ্রাহকদের মধ্যে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই কয়েকশো গ্রাহক তুলে নিয়েছেন প্রায় আড়াই কোটি টাকা। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিরোধীরা। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। গ্রাহকদেরও বক্তব্য, যারা লুটপাট করে সমবায়ের শীর্ষে থাকতে চাইছে তাদের উপর ভরসা নেই। আতঙ্কের কারণ নেই, আশ্বাস ম্যানেজারের।
দিল্লির সদর দফতরে অনুব্রত মণ্ডলকে দ্বিতীয় দফায় জেরা শুরু ইডি-র। দুপুরে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হল রাম মনোহর লোহিয়া হাসপাতালে। প্রায় ২৫ মিনিট পরে হাসপাতাল থেকে অনুব্রতকে আবার ফিরিয়ে আনা হয় ইডি-র অফিসে। 'কীভাবে রকেট গতিতে অনুব্রতর সম্পত্তি বৃদ্ধি। কোথা থেকে এসেছে বিপুল পরিমাণ টাকা। রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডলের রোজগার কী। অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার রাইস মিলের অ্যাকাউন্টে কী ভাবে কোটি কোটি টাকা। অনুব্রতর পরিচারক বা কর্মীদের অ্যাকাউন্টে কোথা থেকে এল লক্ষ লক্ষ টাকা', অনুব্রত-ঘনিষ্ঠদের বয়ান সামনে রেখে জানতে চায় ইডি: সূত্র।
বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনকারী। আন্দোলনকারী সমরেন্দ্রনাথ রায়কে নিয়ে যাওয়া হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। ১২ দিন ধরে অনশন করছিলেন এই রাজ্য সরকারি কর্মী। গতকাল ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী চিন্ময় জানা। তাঁকেও হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে, শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান আজ ৪১ দিনে পড়ল। অনশন-আন্দোলনের ২৭ দিন। DA-আন্দোলনের ঝাঁঝ বাড়াতে আগামী ১০ মার্চ রাজ্যজুড়ে সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
যে কথাগুলো অনুব্রত বলছিলেন না, এবার সেগুলো বলবেন। বাংলার নেতাদের অনেকের কপালে দুঃখ আছে। অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। অনুব্রতর অসুস্থতা নিয়েও কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির।
অবিলম্বে নিয়োগের দাবিতে SLST চাকরিপ্রার্থীদের মিছিল। শিয়ালদা থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল চাকরিপ্রার্থীদের। চাকরির দাবিতে ৭২৫ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে অবস্থান করছেন তাঁরা। এবার নিয়োগের দাবিতে রাজপথে মিছিলে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীরা।
রাজ্যে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা। এই পরিস্থিতিতে আজ বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চট্টোপাধ্যায়।
হরিদেবপুরে তরুণী ডালিয়া চক্রবর্তীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন!
দিনহাটার সাহেবগঞ্জে চাষের জমি থেকে উদ্ধার হল বিশাল আকারের কৌটো বোমা। আজ সকালে পশ্চিম বাকালিরছড়া এলাকায় চাষের জমিতে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। এভাবে চাষের জমিতে বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা নেই। কৌস্তভ বাগচী তো বিরোধিতা করে টার্গেট, তাই কৌস্তভ বা আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা থাকবেই। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
এবার ভাঙড়ে শ্যুটআউট। ভরসন্ধেয় জনবহুল এলাকায় জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ আনসার মোল্লাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর হাতের ওপরের অংশ থেকে পিঠের দিকে ৩টি গুলি লেগেছে। অভিযুক্ত নুর মহম্মদ মোল্লার বিরুদ্ধে জমি-দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, আনসারের এক আত্মীয়ের কাছ থেকে জমি বিক্রির নামে টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত।
সোনারপুরের খেয়াদায় বালি পাচার চক্রের পাণ্ডাদের অন্যতম বাপি নস্কর এবার পুলিশের জালে। এই নিয়ে বালি-চুরির কারবারে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। তবে মূল অভিযুক্তদের অনেকেই এখনও পলাতক। সোমবার রাতে বাপি নস্কর ওরফে তোতলা বাপিকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদায় প্রশাসনের নাকের ডগায় চলছিল টন টন সিলভার স্যান্ড বা সাদা বালির খাদান। এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর, রাতারাতি অভিযান চালিয়ে বেশ কয়েকটি খাদান বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
কাঁচরাপাড়ার ভূতবাগান এলাকায় বিধ্বংসী আগুন। ভস্মীভূত হয়ে যায় কাঠের আসবাব তৈরির বেশ কয়েকটি দোকান। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলের ৪টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট হওয়ায় আগুন ছড়ায় বলে প্রাথমিক অনুমান দমকলের।
অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই এবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ মাস বয়সী ২ শিশুর মৃত্যু হল। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১১৫ জন শিশুর। দুই শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। দু’জনেরই অ্যাডিনো পজিটিভ।এদের মধ্যে হাওড়ার শিশুকে উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয় ২৬ ফেব্রুয়ারি। গতকাল সন্ধে ৭টা নাগাদ মৃত্যু হয়। মগরার শিশু প্রথমে ভর্তি ছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ২৭ তারিখ ওই শিশুকে কলকাতা মেডিক্যালে ভর্তি করার পর, গতকাল রাত দেড়টা তার মৃত্য়ু হয়।
দিনে-দুপুরে চুরি হচ্ছে বিদ্যাধরী নদীর মাটি। নদী বাঁধের ধারে রাতারাতি তৈরি হয়েছে পলিমাটির খাদান। মাটি কাটার যন্ত্র এনে সেখান থেকে ট্রাকে করে মাটি পাচার হচ্ছে স্থানীয় ইটভাটায়। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল পরিচালিত কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এভাবেই মাটি চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত। আজ পেট্রোলের দাম লিটারে ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে ডিজেলের।
আজ দিল্লিতে অনুব্রত মণ্ডলকে জেরা করবেন ইডি অফিসাররা। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। পাশাপাশি, ইডি হেফাজতে থাকাকালীন প্রতিদিনই অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। গতকাল মাঝরাতে সরগরম হয়ে ওঠে দিল্লি। অনুব্রত মণ্ডলকে ঘিরে টানটান নাটক। রাতেই অশোক বিহারে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ সিংয়ের কাছে অনুব্রতকে ভার্চুয়ালি পেশ করা হয়। ১০ মার্চ পর্যন্ত অনুব্রতকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি-র সদর দফতরেই রাত কেটেছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। আপাতত অপেক্ষা অনুব্রতকে জেরায় নতুন কী তথ্য উঠে আসে কেন্দ্রীয় এজেন্সির হাতে।
জোকা ইএসআই হাসপাতালের বাইরে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়কে লক্ষ্য় করে জুতো ছুড়েছিলেন এক মহিলা। এবার সেই হাসপাতালের বাইরেই গরু চোর কটাক্ষ শুনতে হল অনুব্রত মণ্ডলকে।
অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধের পারদ সপ্তমে। সেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য়ে দেখা গেছে ছন্দের লড়াইও। অনুব্রতকে নিয়ে ফেসবুকে প্য়ারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও।
দোলের দিনও DA-এর দাবিতে ফের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনস্থলে গেলেন বিজেপি, সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধিরা। কোনও রাজনৈতিক দল নয়, দাবি আদায়ে মানুষের জোট! বার্তা বিরোধীদের।
প্রেক্ষাপট
কলকাতা: মধ্যরাতে সরগরম দিল্লি, টানটান নাটক। রাতেই অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানি। আদালতের নির্দেশে বিচারকের বাড়িতে অনুব্রত (Anubrata Mondal)। ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজত (Enforcement Directorate)।
৩ দিন ইডি হেফাজতের নির্দেশের পরেও নিরুত্তর অনুব্রত। মধ্যরাতে কেষ্টর শুনানি।
শক্তিগড়ে অনুব্রতর ব্রেকফাস্ট টেবিলে টিএমসিপি (TMC) নেতা, মেটালেন খাবার বিলও। আলোচনায় কেষ্টকন্যার গাড়িচালকও (Sukanya Mondal)। হেফাজতে থেকেও কীভাবে কথা, উঠছে প্রশ্ন।
সাগরদিঘি বিপর্যয়ের পর মমতার (Mamata Banerjee) সংখ্যালঘু-রিপোর্ট পেশের নির্দেশের পরদিনই ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বদল। ফিরহাদের (Firhad Hakim) জায়গায় এলেন বিধায়ক তপন দাশগুপ্ত।
পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত ভাঙড়। কাঁঠালবেড়িয়া স্কুলের মাঠে চলল ৬ রাউন্ড গুলি! আহত ১ তৃণমূল কর্মী। আনা হল আরজিকরে। এলাকায় তুমুল উত্তেজনা।
বি সি রায় হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মাসে রাজ্যে মৃত্যু ১১৩ জন শিশুর। সরকারি হাসপাতালে শিশুচিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল।
দোলের দিনে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ৩ জন। মানিকতলা, রানিকুঠি, সোনারপুরে দুর্ঘটনা। পরে ৩ জনের মৃতদেহ উদ্ধার।
নাগাল্যান্ডে নেইফিউ রিও, মেঘালয়ে কনরাড সাংমা। ২ রাজ্যে ২ মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ। হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন আজ ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথেও।
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল ঢাকা। ধূলিস্যাত গুলিস্তানের বহুতল। অন্তত ১৫ জনের মৃত্যু, আহত শতাধিক। কারণ নিয়ে ধোঁয়াশা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -