মনোজ বন্দ্যোপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: অজয় নদে মাছ ধরার সময় জেলেদের জালে লেগে বালির চর থেকে উঠে এল বাইক। বুধবার মৎস্যজীবীরা জানান মঙ্গলবার সন্ধেয় জীবন ও জীবিকার তাগিদে নিত্য দিনের মতো অজয় নদে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিল কাঁকসার বিদবিহারের রাউৎডিহির একদল জেলে। অজয় নদের জলে জাল ফেলতেই টান ধরে। জেলেরা জলের নীচে গেলে বুজতে পারে কিছু একটা লেগেছে।


অনেক কষ্টে বালির চড় থেকে জাল নদের পাড়ে নিয়ে যেতেই চক্ষু চড়কগাছ। দেখতে পায় লাল রঙের হিরো হন্ডা বাইক। তারা নিয়ে যায় গ্রামে। প্রাথমিক অনুমান কয়েকমাস আগে বন্যায় অজয়ের বাঁশের নড়বড়ে মাচা ভেঙে তলিয়ে যায় দুই ব্যক্তি ও বাইক। দুই ব্যক্তি কোনোক্রমে বেঁচে গেলেও তলিয়ে যায় বাইক। জেলেদের দাবি সঠিক প্রমান দেখিয়ে তাদের উদ্ধারের মজুরি দিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে এলে তবেই তারা তাদের হাতে তুলে দেবে।


গঙ্গাসাগরে নৌকাডুবি


ফের সাগরে নৌকাডুবি। এই নিয়ে চলতি মাসে তিন-তিনবার সাগরে ডুবে গেল পণ্যবাহী নৌকা (Boat)। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর (Midnapore) থেকে বালিবোঝাই নৌকাটি সাগরে যাচ্ছিল। গতকাল সন্ধে নাগাদ সাগর দ্বীপের বেণুবনের কাছে মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। মাঝি-সহ চার যাত্রী সাহায্যের জন্য চিত্কার শুরু করেন। স্থানীয় মত্স্যজীবীরা গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মাঝি-সহ চারজনকে উদ্ধার করে। এর আগে ১৬ এপ্রিল নৌকাডুবির ঘটনা ঘটেছে বকখালিতে ফ্রেজারগঞ্জ মত্স্য বন্দরের কাছে। মেদিনীপুর থেকে ফ্রেজারগঞ্জ যাচ্ছিল বালি বোঝাই নৌকা। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের মোহনার কাছে নৌকার ইঞ্জিন বিকল হয়ে জল ঢুকতে শুরু করে। খবর পেয়ে সমুদ্র থেকে তিন মাঝিকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকালস, মঙ্গলবার বিকেলে মেদিনীপুর থেকে একটি বালিবোঝাই নৌকা সাগরে আসছিল। সেই সময় হঠাৎ মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকার নিচে ফুটো হয়ে যায়। আর তারপরই জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বেগতিকে বুঝেই মাঝি সহ বাকিরা চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে স্থানীয় মৎস্যজীবীরা খবর দেয় গঙ্গাসাগর উপকূল থানাতে। এরপর গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ নিরাপদে উদ্ধার করে মাঝিসহ চারজনকে। কিন্তু নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি।