Asha Workers Recruitment: রাজ্যের এই জেলায় বহু আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি সাব-ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ার এই নোটিফিকেশন প্রকাশ করেছেন। সব মিলিয়ে ৮২ জন আশা কর্মী নিয়োগ হবে এই পদে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই পদগুলিতে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় প্রাসঙ্গিক নথিসহ আবেদনপত্র পাঠাতে হবে। 


Asha Workers Jobs: চাকরির গুরুত্বপূর্ণ তারিখ 
এই জেলায় আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৩০ ডিসেম্বরের মধ্য়ে আবেদনে করতে হবে। আবেদনের শেষ তারিখ চলে গেলে কোনওভাবেই কোনও আবেদন গ্রহণ করা হবে না।


Asha Workers Recruitment: আবেদনকারীর যোগ্যতা
আশা কর্মী পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।


Asha Workers Jobs: আবেদনকারীর বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে। অন্তত তেমনই বলছে আলিপুর সাব ডিভিশনাল রিক্রুটমেন্টের নোটিফিকেশন।


Asha Workers Recruitment: আবেদনের ফি
এই ক্ষেত্রে কোনও প্রার্থীকেই আশা কর্মী পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।


Asha Workers Jobs: কীভাবে আবেদন করতে হবে ?
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট @ alipurduar.gov.in দেখুন
যেখানে আপনি আবেদন করতে যাচ্ছেন, সেই আলিপুরদুয়ার সাব ডিভিশনাল অফিস রিক্রুটমেন্ট বা কেরিয়ারের অপশন দেখে নিন।
অফিসিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি লিঙ্ক থেকে আশা কর্মী চাকরির আবেদনপত্র ডাউনলোড করুন।
আবেদনপত্র শুরু করার আগে শেষ তারিখ দেখুন।
কোনও ভুল ছাড়াই আবেদনপত্র পূরণ করুন।
আবেদনের ফি (যদি প্রযোজ্য হয়) প্রদান করুন ও শেষ তারিখের (৩০-ডিসেম্বর-২০২২) আগে সেলফ অ্যাটেস্টেড প্রয়োজনীয় কাগজপত্র সহ নিচের ঠিকানায় আবেদনপত্র জমা দিন
ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদন ফর্ম নম্বর/কুরিয়ার স্বীকৃতি নম্বরটি রেখে দিন।


Official website of the lipurduar Sub Divisional Office – https://alipurduar.gov.in 


Railway Recruitment 2022: ফের রেলে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল সাইটে যোগাযোগ করতে পারেন। সেখানেই এই বিষয় বিস্তারিত জানতে পারবেন। 


Railway Recruitment 2022: কোন তারিখ কী আবেদন
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের পশ্চিম মধ্য রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার ঠিকানা হল - wcr.indianrailways.gov.in।  দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীদের জন্য রেলওয়েতে চাকরি পাওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ।


আরও পড়ুন: Indian Railway Bharti 2022: ১৭ ডিসেম্বর শেষ তারিখ, দশম শ্রেণি পাশ হলেই রেলে চাকরির সুযোগ,২৫০০টিরও বেশি পদে হবে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI