কলকাতা: সদ্য শুরু হয়ে নতুন ধারাবাহিক 'খেলনা বাড়ি'। আর তার ফলেই সময় বদলে গেল একাধিক ধারাবাহিকের সম্প্রচারের! ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক। সন্ধে সাড়ে ৬টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। সেইসঙ্গে আজ চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে চার ধারাবাহিকের সময় বদলের কথা। 


জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পিলু' সম্প্রচারিত হবে সন্ধে ৬টায়। সন্ধে সাড়ে ৬টায় দেখানো হবে 'খেলনা বাড়ি'। সোম থেকে শনি রাত ৯টায় সম্প্রচারিত হবে এই 'পথ যদি না শেষ হয়'। রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে 'লালকুঠি' আর রাত সাড়ে ১০টায় সম্প্রচারিত হবে 'উড়ন তুবড়ি'। 




সদ্য ঘোষণা করা হয়েছে নতুন ধারাবাহিক 'খেলনা বাড়ি'-র কথা। এই গল্প এক পুতুলের সংসার নিয়ে। নামটাও মানানসই.. খেলনাবাড়ি। পুতুল বানিয়ে সংসার চালানো দুটি মেয়ের গল্প, তাদের একজন যুবতী হলেও অপরজন নেহাত একরত্তি। জি বাংলায় (Zee Bangla) ১৬ তারিখ থেকে সন্ধে সাড়ে ৬টায় টেলিকাস্ট হবে নতুন ধারাবাহিক 'খেলনাবাড়ি'  (Khelna Bari)। 


আরও পড়ুন: বাবাকে নিয়ে ছবি তৈরি করছেন অঞ্জন, কৌশিক, সৃজিত, ঘোষণা মৃণাল-পুত্রের


১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল (Mitul)। সে সিদ্ধান্ত নেয়, বাবার কাজকেই এগিয়ে নিয়ে যাবে সে। পুতুল বানিয়ে সংসার চালানোর সিদ্ধান্ত নেয় মিতুল। কেবল মিতুল একা নয়, তাঁর সঙ্গে একরত্তি খুদে মেয়ে। নাম গুগলি। সেও মিতুলের জীবন জুড়ে রয়েছে অনেকটাই। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতিকে (Aratrika Maity)। ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ-কে (Biswajit Ghosh)। এখানে তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ লাহিড়ী (Biswajit Ghosh)। বেশ কিছুদিন পরে ফের ছোটপর্দায় মুখ্যচরিত্রে ফিরছেন বিশ্বজিৎ। এখানে তাঁর চরিত্র একজন ব্যবসায়ীর। পুতুলদের গ্রামে একটি রিসর্ট বানাতে চায় সে। সবাই রাজি হয়ে গেলেও তাকে মিতুলকে টাকা পয়সা বা কোনও ভরসাতেই রাজি করাতে পারে না ইন্দ্রজিৎ। তারপর? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।