কলকাতা:  'তিনি বেঁচে থাকলে আজ তাঁর ৯৯ বছর বয়স হত। একজন চিত্রপরিচালক ও একজন মানুষ হিসেবে তিনি নিজের জীবনটাকে সম্পূর্ণভাবে বেঁচে নিয়েছেন। আমরা যত তাঁর শতবর্ষের দিকে পা বাড়াচ্ছি, একজন চিত্রপরিচালক হিসেবে তাঁর যতটা সম্মান পাওয়ার কথা, ততটা তিনি পাচ্ছেন। আপাতত তাঁর জীবন ও কাজ নিয়ে ৩টি ছবি তৈরির কাজ চলছে।'


সোশ্যাল মিডিয়ায় আজ সকালে এই পোস্ট করেছিলেন মৃণাল সেনের (Mrinal Sen) পুত্র কুণাল সেন (Kunal Sen)। আজ তাঁর বাবার জন্মদিন। আর আজই মৃণাল সেনকে নিয়ে তিনটি ছবির কথা ঘোষণা করেন কুণাল সেন।  অঞ্জন দত্ত (Anjan Dutt), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) তৈরি করছেন নতুন তিনটি ছবি। ইতিমধ্যেই ছবি তৈরির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সৃজিত।


বিশিষ্ট পরিচালকের সঙ্গে নিজের কথোপকথন ভিত্তি করে অঞ্জন দত্ত তৈরি করছেন তাঁর ছবিটি। মৃণালের ছবি ‘খারিজ’-এ প্রথম নজর কেড়েছিলেন অভিনেতা অঞ্জন। পরিচালকের সঙ্গে তাঁর কাজ শুরু ‘চালচিত্র’ ছবিতে। তার সবটাই ধরা থাকবে মৃণালকে নিয়ে এই নতুন ছবিতে।


আরও পড়ুন: Aye Khuku Aye: 'শবর’, ‘চিনেবাদাম’, ‘ভয় পেও না’-কে জায়গা ছেড়ে পিছিয়ে গেল 'আয় খুকু আয়'-এর মুক্তির দিন


অন্যদিকে, ‘খারিজ’ ছবিটিকেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন করে গড়ে নিচ্ছেন কৌশিক। তাঁর পরিচালিত ছবির নাম ‘পালান’। ছবিতে ‘খারিজ’-এর চরিত্রদের বয়স এগিয়ে গিয়েছে ৪০ বছর। সেই চরিত্রের অভিনেতাদেরই অনেকে রয়েছেন নতুন ছবিতেও।


মৃণাল-শতবর্ষে সৃজিত আবার কাল্পনিক চোখে দেখতে চেয়েছেন কিংবদন্তি পরিচালককে। তাঁর কাল্পনিক জীবনীচিত্র ‘পদাতিক’-এ উঠে আসবে জীবনমুখী পরিচালকের নিজের জীবনের গল্প। শনিবার অর্থাৎ আজ মৃণালের জন্মদিনেই সিরিজের পোস্টারটি টুইটারে ও ফেসবুকে ভাগ করে নিয়েছেন সৃজিত। সঙ্গে লিখেছেন, ‘সেই লকডাউনের সময় থেকেই অপেক্ষায় ছিলাম। শতবর্ষ উদ্‌যাপন শুরুর পরে অবশেষে এল সেই দিন। আন্তর্জাতিক ছবির দুনিয়া পাল্টে দিতে চাওয়া, ছকভাঙা এক মানুষের একশো বছর পালন করছি এ ভাবেই…।’



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">